মুম্বাই, ২০ জুলাই- দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে ভারতের দক্ষিণী চলচ্চিত্রের শুটিং বন্ধ রয়েছে। করোনা প্রকোপের কারণে এখনো অধিকাংশ তারকা শিল্পীরা পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন। অন্যদিকে ঝুঁকি থাকা সত্ত্বেও বেশ কিছু বিজ্ঞাপন ও ছোট প্রজেক্টের শুটিংয়ে ফিরেছেন সংশ্লিষ্টরা। অন্নপূর্না স্টুডিওর মতো ফিল্ম স্টুডিওগুলো স্বাস্থ্যবিধি মেনে শুটিং চালিয়ে যাচ্ছে। দক্ষিণী চলচ্চিত্রের শ্রুতি হাসান, রাকুল প্রীত সিং, প্রিয়ামনির মতো অভিনেত্রীরাও এক সপ্তাহ আগে ম্যাগাজিনের ফটোশুট ও কমার্শিয়াল বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল শুটিংয়ে ফিরতে চেয়েও পারছেন না। কারণ ঝুঁকি নিয়ে এই সময়ে শুটিংয়ে ফিরতে বারণ করেছেন তার বাবা। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কাজল বর্তমানে হায়দরাবাদে অবস্থান করছেন। কিছু ব্র্যান্ড সেখানে গিয়ে কাজলের শুটিং করতে চাইছে। কারণ বর্তমান পরিস্থিতিতে শুটিংয়ের জন্য মুম্বাইয়ে অনুকূল পরিবেশ নেই। আরও পড়ুন: শিগগিরই বিয়ের ঘোষণা দেবেন কাজল করোনাভাইরাসের এই সংকটকালে শুটিংয়ের যাওয়ার অনুমতি দেয়নি কাজলের বাবা। যদিও কাজল শুটিংয়ে ফিরতে চাইছেন কিন্তু তার বাবা অনুমতি দিচ্ছেন না। কাজলের মতো আরো বেশ কজন তারকার বাবা তাদেরকে শুটিংয়ে ফিরতে দিতে চাইছেন না বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কোমালি। তামিল ভাষার এ সিনেমা গত বছরের ১৫ আগস্ট মুক্তি পায়। বর্তমানে তেলেগু ভাষার দুটি, তামিল ভাষার তিনটি ও হিন্দি ভাষার একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। কিন্তু করোনার তাণ্ডবে এখনো সব সিনেমার শুটিং বন্ধ রয়েছে। এম এন / ২০ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3eNAlVv
July 19, 2020 at 08:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন