ঢাকা, ০৩ জুলাই- ঠিক এক মাস আগে এ প্রতিবেদককে দেয়া একান্ত সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছিলেন, ঘরোয়া খেলাধুলা নিয়ে সিদ্ধান্ত হবে জুনের পর। জুন শেষে এখন জুলাইয়ের ৩ তারিখ। করোনাভাইরাস বিস্তার যেভাবে বাড়ছে, তাতে আরো সময় নিয়েই খেলাধুলা শুরুর বিষয়টি সিদ্ধান্ত নিতে হবে ক্রীড়া প্রশাসনকে। সীমিত পরিসরে হলেও ঘরোয়া খেলাধুলা কবে নাগাদ শুরু সম্ভব? এ বিষয়ে কি ভাবছেন? শুক্রবার এমন প্রশ্ন করা হলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন ঘরোয়া খেলাধুলা বন্ধ করেছিলাম, তখন সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আবার কখন কিভাবে শুরু করা যায়, সে সিদ্ধান্তও নেয়া হবে সবার সঙ্গে আলোচনা করে। সিদ্ধান্ত নিতে কবে নাগাদ বসতে পারেন ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে? কোনো তারিখ নির্ধারণ করিনি। তবে আগে যেহেতু বলেছিলাম জুনের পর সিদ্ধান্ত নেব, তাই এখন আমাদের আলোচনায় বসতে হবে। খুব তাড়াতাড়িই আমি সবার সঙ্গে আলোচনা করবো। সভা ডাকলে এ পরিস্থিতিতে অনেকে আসতে চান না। তাই ভার্চুয়াল সভা করব, না হয় টেলিফোনে সবার সঙ্গে কথা বলব-বলছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। ক্রীড়া প্রতিমন্ত্রী আগেই বলেছিলেন, যেসব খেলায় ফিজিক্যাল কন্টাক্ট নেই যেমন দাবা, ক্যারম, সিঙ্গেল টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, আরচারি, শুটিং। এগুলো সীমিত আকারে শুরু করা যায়। এগুলো আস্তে আস্তে কবে নাগাদ শুরু করা যেতে পারে সে ধারণাও সবার সঙ্গে আলোচনা করেই নিতে চান দেশের ক্রীড়ার এ অভিভাবক। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৩ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31IjFfd
July 03, 2020 at 04:45PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন