কলকাতা, ০১ জুলাই - গতকাল মঙ্গলবারের তুলনায় একদিনে আক্রান্তের সংখ্যা কিছুটা কমল৷ গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১১ জন৷ গতকাল মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৬৫২ জনে৷ তবে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়াল৷ বুধবার রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৬১১ জন৷ মোট আক্রান্ত ১৯,১৭০ জন৷ নতুন করে মৃত্যু হয়েছে ১৫ জনের৷ ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৮৩ জনে৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,৯৫৯ জন৷ গতকাল মঙ্গলবার ছিল ৫,৭৬১ জনে৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩৯৮ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২,৫২৮ জন৷ যা শতাংশের হিসেবে ৬৫.৩৫ শতাংশ৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ফের বাড়ছে৷ গতকাল ছিল ৫,৭৬১ জন৷ সেটা বেড়ে আজ বুধবার হল ৫,৯৫৯ জনে৷ অর্থাৎ একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বাড়ল ১৯৮ জন৷ নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮৩ জনে৷ যে ১৫ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ৭ জন৷ উত্তর ২৪ পরগনার ৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ১ জন৷ হাওড়ার ২ জন৷ জলপাইগুড়ির ১ জন৷ বাংলায় নতুন করে ৯৫৫৮ টি টেস্ট হয়েছে৷ গতকালের তুলনায় কম৷ গতকাল সংখ্যাটা ছিল ৯৬১৯৷ তবেএই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৪ লক্ষ ৯৭ হাজার ৫৯৬ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট ৫৫২৯ জন৷ যা শতাংশের হিসেবে ৩.৮৫ শতাংশ৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫১টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ২টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৭৮ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৫ টি হাসপাতাল ও ৫৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷ এই পর্যন্ত শুধু কলকাতায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জন৷ মোট আক্রান্ত ৬২২২ জন৷ এর মধ্যে গত ২৪ ঘন্টায় শহরে আক্রান্ত ২৩৮ জন৷ নতুন করে ছাড়া পেয়েছেন ১২৫ জন৷ ফলে কলকাতায় মোট ছাড়া পেলেন ৩৮৭৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৯৫৮ জন৷ সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ০১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BvcTPj
July 01, 2020 at 05:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top