মুম্বাই, ৩০ জুলাই- সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এরইমধ্যে বেশ জলঘোলা হয়েছে। এই আলোচনায় বেশ কয়েকবার উঠে এসেছে কঙ্গনার নাম। এ নিয়ে তাপসী পান্নুকেও কটাক্ষ করেছেন তিনি। আবারো সেই আলোচনা উঠে এলো। এবার তাপসীর বিরুদ্ধে টুইটে একেবারে বিস্ফোরক অভিযোগ করে বসলেন কঙ্গনা। আরও পড়ুন: গোপনে একজন পুলিশ সহায়তা করছেন রিয়াকে! সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিচারে তাপসীই একমাত্র বাঁধা হয়ে দাঁড়াচ্ছেন বলেই অভিযোগ তার। তাপসীর একটি সাক্ষাত্কারের অংশ টুইটারে শেয়ার করেন কঙ্গনা। সঙ্গে লেখেন, তাপসী দাবি করেন টিআরপির জন্য নাটক তিনি করতে পারবেন না। ওনার ক্যারিয়ার অস্তিত্বহীন। ওই ক্যারিয়ার নিয়েই উনি সুশান্তকে বিচার পাইয়ে দেওয়ার গোটা দেশের উদ্যোগকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। টিআরপির জন্য একজনের কিছু সঠিক পয়েন্টের প্রয়োজন। বুদ্ধির প্রয়োজন। উপযুক্ত বক্তব্য রাখতে হয়। আর সর্বোপরি হতে হয় স্পষ্ট বক্তাও। আরো একটি টুইটে তাপসীকে লোভী বলেও কটাক্ষ করেছেন কুইন। তার দাবি, তাপসীর মতো লোভী মানুষের লজ্জা থাকা দরকার। শুধু আক্রমণই নয়, কীভাবে তাপসী একজন প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠবেন টুইটে সেই টিপসও দিয়েছে টিম কঙ্গনা। ভালো অভিনয়, ব্যক্তিত্ব এবং একটি সলো হিট ছবি নিজের সাফল্যের ঝুলিতে থাকা প্রয়োজন বলেই পরামর্শ তার।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2X5266b
July 30, 2020 at 11:00AM
30 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top