নয়াদিল্লি, ১১ জুলাই- মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা। সংক্রমণ এড়াতে ভারতীয় সাবেক এ তারকা ক্রিকেটারের পুরো পরিবার হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার স্মিতা সান্যাল শুক্লা করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার কারণে পরিবারের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন লক্ষ্মীরতন। সংবাদমাধ্যমকে লক্ষ্মীরতন জানিয়েছেন, তার স্ত্রী স্মিতার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যে কারণে তিনি নিজে, দুই ছেলে এবং বাবা হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বুধবার পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা হবে বলে জানান প্রতিমন্ত্রী। ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী ভারতের উচ্চপদস্থ সরকারি আমলা। করোনা সংক্রমণের মধ্যেই গত চার মাস অফিস করতে হয়েছে তাকে। হয়তো করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলীর ভাবি তথা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3eiVy9U
July 11, 2020 at 02:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top