ঢাকা, ১৩ জুলাই- দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরেছিলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। একটি মাত্র নাটকে অভিনয় করেই নিজেকে আবার আড়াল করে নিলেন। গাজীপুরের পূবাইলে গিয়ে শামীম জামানের পরিচালনায় একটি ঈদের নাটকে শুটিং করেছেন স্বাগতা। সে শুটিং শেষ করেই করোনা সন্দেহে আবার হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন স্বাগতা। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, অভিনয়ের জন্য অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু প্রায় সবার কাজই ফিরিয়ে দিয়েছি। আমি আসলে পরিস্থিতি বোঝার জন্য একটি নাটকে অভিনয় করেছি। এটাই প্রচার হবে এবারের ঈদে। এর আগে আর কোনো নাটকে কাজ করব না। তবে ঈদের পর যদি পরিস্থিতি উন্নতি হয়, তবেই কাজে ফিরব। করোনাভাইরাসজনিত সমস্যায় মার্চের তৃতীয় সপ্তাহে যখন শুটিং বন্ধ হয়, ঠিক তখন থেকেই মিডিয়ার সব ধরনের কাজ থেকে বিরত ছিলেন স্বাগতা। এ সময়টায় ঘরে বসে অনলাইনে করোনার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কাজ করেছেন। এম এন / ১৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iXwNTY
July 13, 2020 at 03:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top