ঢাকা, ০৭ জুলাই- বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনে সংকটময় সময় পার করছেন তিনি। স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সম্পর্কের ইতি টানার পথে নাকি হাঁটছেন অগ্নি খ্যাত এই নায়িকা। বর্তমানে স্বামীর কাছ থেকে আলাদাও থাকছেন তিনি। মাহির একাধিক ঘনিষ্টসূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ পাচ্ছিলো। কিছু গণমাধ্যমে এ নিয়ে গুজব-গুঞ্জনের সংবাদও প্রকাশ হয়েছে। যা সিনেমাপাড়ায় দুশ্চিন্তার জন্ম দিয়েছে। যদিও এ বিষয়ে মাস কয়েক আগে মুখ খুলেছিলেন মাহিয়া মাহি। জানিয়েছিলেন, ভালো আছে তার সংসার। তবু গুঞ্জন যেন থামবার নয়। তবে সেই গুঞ্জনে আবারও জল ঢেলে দিলেন মাহি। আজ ৭ জুলাই তার স্বামী অপুর জন্মদিন। এদিনে স্বামীর সঙ্গে তরতাজা একটি সেলফি পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও। আজ নিজের ফেসবুকে ছবিটি পোস্ট করেন মাহি। এদিকে এ নায়িকার এক ঘনিষ্ট সূত্রে জানা গেল, স্বামী অপুর সঙ্গে বেশ ভালো আছেন মাহি। আর দশটা দম্পতির মতোই তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে মতানৈক্য হয়। তর্ক হয়। সেগুলো মিটেও যায়। মাহির কাজের প্রতি অপুর সমর্থন ও শ্রদ্ধা শুরু থেকেই ছিলো। অপুর প্রতিও স্ত্রী হিসেবে দায়িত্বশীল মাহি। এদিকে মাহি ব্যস্ত রয়েছেন কিছু সিনেমা নিয়ে। তারমধ্যে আছে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় আনন্দ অশ্রু। এখানে পোড়ামন ছবির নায়ক সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে। আর সিয়াম আহমেদের বিপরীতে মাহি কাজ করছেন রায়হান রাফির স্বপ্নবাজি ছবিতে। পাশাপাশি নতুন করে তিনি কাজ শুরু করবেন নবাব এলএলবি নামের সিনেমায়। চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন। আর এ ছবির মধ্য দিয়ে মাহিকে দীর্ঘদিন পর দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এম এন / ০৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O4eEFO
July 07, 2020 at 11:52AM
07 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top