কলকাতা, ২০ জুলাই- পশ্চিমবঙ্গে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়ার কথা বললেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ কথা জানান। রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর এ সংবাদ সম্মেলন হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র সচিব আরও বলেছেন, এবার থেকে সপ্তাহে দুদিন পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লকডাউন হবে। এ সপ্তাহের লকডাউন হচ্ছে বৃহস্পতি ও শনিবার। পরের সপ্তাহে আপতত বুধবার। এই নির্দেশ বহাল থাকবে ২৯ জুলাই পর্যন্ত। এরপর ফের বৈঠকে জানানো হবে পরবর্তী সপ্তাহে বুধবারের পর কবে অন্যদিন লকডাউন হবে। স্বরাষ্ট্র সচিবের এই ঘোষণার পর রাজ্যের বিরোধী দল সোচ্চার হয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, আমরা বারবার বলে এসেছি রাজ্য সরকার করোনা প্রতিরোধে আরও শক্ত হোন। কিন্তু আমাদের কথা আমলে নেয়নি রাজ্য সরকার। এবার প্রমাণ হয়ে গেল এই রাজ্যে করোনা কতটা বাসা বেঁধে আছে। সিপিএম নেতা ও বিধায়ক সুজন চক্রবর্তীও রাজ্য সরকারের সমালোচনা করেন। আরও পড়ুন :রেশন নিয়ে কেউ আন্দোলন করলে হাত-পা ভেঙে দাও, ফের বিতর্কিত নিদান অনুব্রতর গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার বা নমুনার পজিটিভের হার ছিল ১২ দশমিক ৮ শতাংশ। শুক্রবার তা বেড়ে হয় ১৪ দশমিক ৩ শতাংশ। শনিবার তা ১৬ দশমিক ৩ শতাংশ আর গতকাল রোববার তা আরও বেড়ে হয় ১৬ দশমিক ৯ শতাংশ। আবার ঠিক একইভাবে শুক্রবার কলকাতায় আক্রান্ত হয় ৫৬৩ জন। শনিবার তা বেড়ে হয় ৬৪৮ । আর রোববার তা বেড়ে হয় ৬৬২ জন। আজ বিকেল পর্যন্ত স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য বুলেটিন প্রকাশিত হয়নি। তবে সবমিলিয়ে কলকাতায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ১৩ হাজার ৩৪৪ জন। আর মারা গেছে ৫৭৬ জন। ফলে এতদিনেও করোনা কলকাতায় নিয়ন্ত্রণে না আসায় দিনে দিনে লম্বা হচ্ছে এই করোনার সংক্রমণ এবং মৃত্যুর মিছিল। এদিকে করোনাকে সামাল দিতে পশ্চিমবঙ্গ সরকার আজ বাড়িয়ে দিয়েছে অতিসংক্রমিত এলাকা বা কনটেনমেন্ট জোনের সংখ্যা। আজ এই রাজ্যে আরও ৬৩টি কনটেনমেন্ট জোন বাড়িয়ে করা হয়েছে সর্বমোট ৭৩৯টি। কলকাতায় ২৪ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩২টি। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা ১৮টি বেড়ে হয়েছে ১১৩টি, দক্ষিণ ২৪ পরগনায় ১২টি বেড়ে হয়েছে ৬৭ । তবে হাওড়ায় আর বাড়েনি। রয়েছে ৮৫টিই। সূত্র: প্রথম আলো আর/০৮:১৪/২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39cL0bn
July 20, 2020 at 06:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top