ঢাকা, ২৯ জুলাই- নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। মহামারীতে যারা দিন-রাত নিবেদিত থেকে মানুষের সেবা করে যাচ্ছেন, সেই সম্মুখযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি একটি গান গেয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন রণ সম্মুখযোদ্ধাদের নিয়ে গান... এক ধরনের দায়বদ্ধতা থেকেই বাংলাদেশ পুলিশ শিরোনামের গানটি গেয়েছি। করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে চিকিৎসকের পাশাপাশি পুলিশের ভূমিকার শেষ নেই। মানুষ যখন করোনা আতঙ্কে ঘরে, পুলিশ তখন সব ভয় উপেক্ষা করে বাইরে সামলেছে। তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকেই মূলত এই উদ্যোগ। ইসতিয়াক আহমেদের লেখা গানের কথা এবং চিরকুটের ইমন চৌধুরীর কম্পোজিশন দারুণ হয়েছে। এতে সামিনা চৌধুরী, তাহসান ও কোনাল কণ্ঠ দিয়েছেন। আমাদের ভয়েস নেওয়া শেষ। এখন বাকি কাজ শেষ হলেই গানটি সবাই দেখতে ও শুনতে পারবেন। নতুন গান... কিছুদিন আগে আর্মিদের নিয়ে লেখা একটি গানে কণ্ঠ দিলাম। সেটি সামনে প্রকাশ পাবে। এর বাইরে করোনার কারণে আর কোনো গান গাইনি।রেকর্ডিংয়ের সমস্যার কারণেই সেটি সম্ভব হচ্ছে না। আমার নিজের স্টুডিও আছে। কিন্তু দুই পক্ষেরই সাবধানতার কথা বিবেচনা করে এ সময়ে বাইরের কোনো রেকডিস্ক আনতে চাচ্ছি না। তাই ছেলেকে দিয়ে গানের রেকর্ডিং করছি। কিন্তু ওর গানের প্রতি অতটা আগ্রহ নেই। তাই রীতিমতো অনুরোধ করে ওকে দিয়ে কাজ করাতে হয়। নিরীক্ষাধর্মী কাজে আগ্রহ... যেকোনো কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমার নিরীক্ষা চলতেই থাকে। যে জন্য শ্রোতার ভালো লাগা, মন্দ লাগার কথা ভেবে কিছুটা ভয়ে থাকি।যে ভক্তরা এতদিন আমার গানের মুগ্ধ শ্রোতা ছিলেন, শিল্পী জীবনের বাকিটা সময় তাদের পাশে পাব কিনা এটাই বেশি ভাবি। তাই নতুন গানের আয়োজন মানেই আমার কাছে নতুন এক চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি। গানের কপিরাইট... যিনি সৃষ্টি করবেন, তার রাইট থাকবে না তা কী হয় নাকি! অবশ্যই এগুলো একটা সিস্টেমের মধ্যে আসা উচিত। কারণ শিল্পী-সংস্কৃতিরলোকজন সব সময়ই অবহেলিত হয়। অথচ তার সৃষ্টিই কিন্তু তার সম্পদ। তারা যদি তাদের সৃষ্টির সেই ফসল বংশ-পরম্পরায় না পায়, তাহলেতোসেই সৃষ্টির মূল্য থাকল না। একজনের সৃষ্টির ফসল আরেকজন ভোগ করবে, এটা তো অন্যায়। খুঁতখুঁতে স্বভাব... কাজের বিষয়ে খুঁতখুঁতে স্বভাবটা আমার চিরকাল থেকেই যাবে। কেউ কেউ থাকেন, যাদের কোনো কিছুই শতভাগ মনের মতো হয় না। আমি তাদেরই একজন। যে কাজই করি, শেষ করার পর মনে হয়, এই জায়গাটা এমন না হয়ে এমন হতে পারত। এটা বদলানো যেত, ওটা আরেকটু আলাদা হতে পারত এমন অনেক কিছুই মনে হয়। আসলে আমার কোনো কাজ শেষ হয়েও মনে হয় অসমাপ্ত হয়ে আছে। এম এন / ২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/308RlBN
July 29, 2020 at 08:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top