কলকাতা, ২২ জুলাই- বাংলাদেশের তারকা জগতের বাইরে হলিউড কিংবা ভারতের বিভিন্ন অঞ্চলের ইন্ডাস্ট্রি নিয়েও আমাদের কম আগ্রহ না। এর মধ্যে কলকাতা বা টালিগঞ্জের টালিউডও আমাদের কাছে অন্যতম আকর্ষিত ইন্ডাস্ট্রি। প্রসেনজিৎ, জিৎ, দেব, ঋতুপর্ণ, যীশুদের কে না চেনে। তবে এমন অনেক টালিউডের অভিনেত্রী আছেন, যারা অভিনয় দক্ষতা ও গ্ল্যামারে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও ক্যারিয়ারে খুব বেশি সুবিধা করতে পারেননি। টালিউডের এমন কয়জন অভিনেত্রীর বিষয়ে এখানে আলোচনা করা হল: শ্রীলেখা মিত্র: সম্প্রতি টালিউডের স্বজনপোষণ নিয়ে ফেসবুক লাইভে এসে আলোচনা সমালোচনার জন্ম দিলেও তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। টালিলাইটস, উড়োচিঠি, আশ্চর্য প্রদীপ, স্বাদে আহ্লাদে ছবিগুলোই তার প্রমাণ। তবে ইন্ডাস্ট্রিতে অপেশাদার ও খামখেয়ালি আচরণ এবং ফিটনেস নিয়ে অসচেতনার কারণে তিনি টালিউডে নিজের অবস্থান ধরে রাখতে পারেননি। জুন মালিয়া: অভিনয়, গ্ল্যামার কোনোদিক থেকে কমতি না থাকার পরেও তাঁর ক্যারিয়ারের তেমন কোন অগ্রগতি হয়নি। সেই অর্থে লিডিং রোলে উল্লেখযোগ্য কোন ছবিও নেই। পার্শ্ব চরিত্রে হঠাৎ বৃষ্টি, এবার শবর ছবিগুলোতে কিছুটা নজর কেড়েছিলেন। মূলত অতিরিক্ত ছোটপর্দায় কাজ করা আর অল্প বয়সেই মায়ের চরিত্রে অভিনয় শুরু করার জন্যই উনি বড় পর্দায় আলো ছড়াতে পারেননি। সুদীপ্তা চক্রবর্তী: বাড়িওয়ালী ছবিতে অভিনয়ের জন্য ক্যারিয়ারের শুরুতেই জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়ার পরেও উনি ইন্ডাস্ট্রির শীর্ষ অবস্থানে যেতে পারেননি। তবে বিগত কয়েক বছর ধরে তিনি বুনোহাঁস, ভীতু, উড়নচণ্ডী, পিউপা, ময়ূরাক্ষী, জৈষ্ঠপু্ত্রের মত উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন। তবে বেশিরভাগ ছবিতেই উনি পার্শ্ব চরিত্রে থাকেন। কিছুটা নন গ্ল্যামারস হবার কারণেই উনি ক্যারিয়ারের দৌড়ে পিছিয়ে আছেন। অরুণিমা ঘোষ: সুঅভিনেত্রী হওয়া সত্ত্বেও উনি টালিউডে সেভাবে সুযোগ পাননি। তবে একমাত্র মূল চরিত্রে সুযোগ পাওয়া নায়িকা সংবাদ ছবিতে তিনি তাক লাগানো অভিনয় করেছিলেন। কিন্তু ছবিটি ব্যবসাসফল না হওয়ায় তিনি লাইমলাইটে আসতে পারেননি। সম্প্রতি ঈগলের চোখ, আসছে আবার শবর, সোনার পাহাড়, ঠাম্মার বয়ফ্রেন্ডের মত আলোচিত ছবিতে কাজ করলেও তিনি নিজে আলোচিত হতে পারেনি কারণ বেশির ভাগ ছবিতেই ছিলেন অগুরুত্বপূর্ণ চরিত্রে। সামনে তাকে দেখা যাবে মায়াকুমারী ছবিতে। চূর্ণী গাঙ্গুলি: কৌশিক গাঙ্গুলির স্ত্রী হওয়া তার জন্য কিছুটা সৌভাগ্যের। তারপরও তিনি তার যোগ্যতা অনুযায়ী ছবি পান না। কৌশিক গাঙ্গুলিরও সব ছবিতেই তিনি পার্শ্ব চরিত্রে থাকেন। নিজের পরিচালিত নির্বাসিত ছবিতে তিনি মূল চরিত্রে থাকলেও ছবিটি তেমন আলোচিত হয়নি। তার সাম্প্রতিক কাজগুলোর মধ্যে বাস্তুসাপ, দৃষ্টিকোণ, হামি উল্লেখ্যযোগ্য। তবে ক্যারিয়ারের সেরা কাজ করেছিলেন ওয়ারিশ ছবিতে। সামনে তাকে দেখা যাবে অর্ধাঙ্গিনী ছবিতে। প্রিয়াঙ্কা সরকার: চিরদিনই তুমি যে আমার ছবির মত ব্লকব্লাস্টার হিট ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও প্রেম বিয়ে সংক্রান্ত ব্যক্তিগত সমস্যার কারণে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে পারেননি। এখন তাকে প্রায় সব ছবিতেই পার্শ্ব চরিত্রে দেখা যায়। সামনে যশের সাথে একটি বাণিজ্যিক ছবিতে তাকে দেখা যাবে। নীরবের সঙ্গে বাংলাদেশে এসে একটি সিনেমায় অভিনয় করলেও সেখোনেও নানা কারণে বিতর্কিত হয়েছেন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CWm5gc
July 22, 2020 at 06:22PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.