কলকাতা, ১৫ জুলাই - করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন রাজ্য সরকার। আজ, বুধবার নবান্নে প্রত্যেক জেলার ডিএম-এসপিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ ও পুরসভার আধিকারিকরাও এই বৈঠকে থাকবেন। এদিন মন্ত্রিসভারও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। মঙ্গলবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, ১৯ জুলাই পর্যন্ত রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে জারি থাকবে কড়া লকডাউনের সমস্ত নিয়ম। কলকাতা ও তার লাগোয়া কন্টেইনমেন্ট জোন, গোটা শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার ও রায়গঞ্জে সার্বিক ভাবে লকডাউন শুরু হচ্ছে৷ এই নিয়ন্ত্রণ বিধি কতদিন চলবে, তা এখনও বলা হয়নি৷ বৃহস্পতিবার থেকে আগামী ৭ দিন বারাসত পুর এলাকায় সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। করোনা-আক্রান্ত ও মৃত্যুর নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। তাই বারাসত পুরসভার ৩৫টি ওয়ার্ডই এই নিয়ন্ত্রণবিধির আওতায় আসছে। লকডাউন চলাকালীন অটো-টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আরও পড়ুন : লকডাউনে বিয়ে, করোনায় মৃত্যু শিক্ষিকার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। সোম-বুধ-শুক্র-রবি এই চার দিন খোলা থাকবে পাইকারি বাজার। তবে, ছাড় দেওয়া হয়েছে ওষুধ ও দুধের দোকানগুলিকে। এ ছাড়াও যাঁদের বাড়িতে পর্যাপ্ত ঘর ও শৌচালয় নেই, তাঁদের আইসোলেশনে থাকার জন্য বানানো হবে সেফ হোম। গত কয়েকদিনে এক ধাক্কায় ব্যাপক হারে বাংলায় করোনা সংক্রমণ বেড়েছে। গত কয়েকদিনে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে। গত সপ্তাহে কনটেনমেন্ট জোনে ফের লকডাউন ঘোষণা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার লকডাউন নিয়ে রাজ্য সরকার কোনও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন : করোনায় মারা গেলেন শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া সেই ম্যাজিস্ট্রেট প্রসঙ্গত, মঙ্গলবার পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেব বলছে, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৯০ জন৷ মৃত্যু হয়েছে আরও ২৪ জনের৷ রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২,৮৩৮৷ পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৯৮০৷ সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ১৫ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OpWUoF
July 15, 2020 at 11:46AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন