প্রায় নিয়মিতই অবাক করা সব মন্তব্য করে খবরের শিরোনামে পরিণত হন সুইডেনের তারকা ফুটবলার জ্বলাতান ইব্রাহিমোভিচ। এবার তিনি দাবি করেছেন, ইতালিয়ান ক্লাব এসি মিলানের প্রেসিডেন্ট, কোচ ও খেলোয়াড়- ইব্রা একাই এ তিনটি ব্যক্তিত্ব। মঙ্গলবার রাতে সিরি আর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ৪-২ গোলে হারানোর পর নিজেকে ক্লাবের অন্য খেলোয়াড়দের জন্য রোল মডেল হিসেবে উল্লেখ করে ইব্রা বলেছেন, আমি প্রেসিডেন্ট, কোচ এবং খেলোয়াড়। কিন্তু আরা আমাকে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে টাকা দেয়। চলতি বছরের জানুয়ারিতে মৌসুমের মাঝামাঝি সময়ে এসি মিলানে যোগ দিয়েছেন ইব্রাহিমোভিচ। লিগের ৩১ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে এসি মিলান। ক্লাবটির হয়ে ২০১১ সালে সিরি আ চ্যাম্পিয়ন হয়েছিলেন ইব্রা। তার দাবি, এবারও যদি মৌসুমের শুরু থেকে খেলতেন মিলানে, তাহলে দলকে চ্যাম্পিয়ন বানিয়েই ছাড়তেন। এবারের আসরেও সম্ভাব্য চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারানোর ম্যাচে একটি গোল করেছেন ইব্রাহিমোভিচ। ফলে চলতি লিগে তার গোল এখন ৬টি। তিনি বলেছেন, আমি যদি এখানে (এসি মিলান) মৌসুমের শুরু থেকেই থাকতাম, তাহলে আমরা হয়তো লিগটি জিতে যেতাম। তবে এখনও আশা ছাড়ছেন না ইব্রা। বাকি থাকা ৭ ম্যাচে নাতকীয় কিছুর আশায়ই রয়েছেন তিনি, এখন প্রায় এক মাসের মতো বাকি রয়েছে। তাই দেখা যাক (কী হয়)। কিছু বিষয় থাকে যা আমাদের নিয়ন্ত্রণে আসে না। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৮ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iGEFcr
July 08, 2020 at 08:42AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন