কলকাতা, ২৪ জুলাই- আবারও রাজ্যের সঙ্গে সংঘাত বাড়ালেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন ধনকড়। টুইটে একটি ভিডিও আপলোড করে সেকথা জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে তাঁর সঙ্গে আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানালেন রাজ্যপাল। টুইটে একটি ভিডিও আপলোড করে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, রাজ্যের ভেঙে পড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য @MamataOfficial কে ডেকেছি। তাঁর কাছ থেকেই সরাসরি আমি শুনতে চাই। রাজ্যের বিরোধী দলগুলির নেতা, সাংসদদের উপর জুলুমবাজি চলছে বলেও এদিন আবারও তোপ দেগেছেন রাজ্যপাল। পুলিশ দিয়ে বিরোধী নেতাদের উপর জুলুমবাজি চালানো হচ্ছে বলে অভিযোগ ধনকড়ের। এপ্রসঙ্গে এদিন টুইটে তিনি বলেন, বিরোধী নেতা-নেত্রী, সাংসদ, বিধায়কদের উপর যেভাবে পুলিশ জুলুমবাজি চালাচ্ছে তা মানা যায় না। তৃণমূলের অঙ্গুলীহেলনেই এরাজ্যে পুলিশ প্রশাসন কাজ করছে বলেও অভিযোগ তুলেছেন রাজ্যপাল। এপ্রসঙ্গে তাঁর অভিযোগ, পুলিশ কার্যত শাসক দলের কর্মীদের মতো আচরণ করছে। গণতন্ত্রে এ জিনিস বরদাস্ত করা হবে না। এরাজ্যে রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই নানা ইস্যুতে রাজ্য প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়েও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল। রেশন বণ্টন ও আমফানের ক্ষতিপূরণ নিয়েও রাজ্যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ধনকড়ের। এব্যাপারেও শাসকদল তৃণমূলকে বিঁধে একের পর আক্রমণ শানিয়েছেন জগদীপ ধনকড়। তবে রাজ্যপালের তোলা অভিযোগের জবাবও দিয়েছেন শাসকদলের নেতা-মন্ত্রীরা। রাজ্যপাল রাজনৈতিক বক্তব্য রাখছেন বলেও অভিযোগ শাসকদলের। এমনকী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালের বিরুদ্ধে একাধিকবার তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন। সূত্র: কলকাতা২৪x৭ আর/০৮:১৪/২৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32Qmgog
July 24, 2020 at 04:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন