লন্ডন, ১৪ জুলাই- ইংল্যান্ডে গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে পাকিস্তানকে। উস্টারে সেই পর্ব শেষ করে ডার্বিতে পৌঁছেছে পাকিস্তান দল। সেখানে অনুশীলনের দ্বিতীয় লেগে অংশ নেবে সবাই। ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৫ আগস্ট। সেই লক্ষ্যে ডার্বিতে কিছুদিন অনুশীলন নিয়ে ১ আগস্ট সফরকারীরা যাবে ম্যানচেস্টারে। ডার্বিতে সফরকরারী দলের ২৯ সদস্যই আছেন। সেখানে তারা আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন। করোনাকাল হওয়ায় এই সময়ে সংবাদ সম্মেলনেও থাকছে বৈচিত্র্য। তিন ক্রিকেটার ভিডিও লিঙ্কের মাধ্যমে কাজটি সমাধান করবেন। ডার্বিতে পৌঁছানো পুরো দলই ছিল মাস্ক পরিহিত। এছাড়া সামাজিক দূরত্বও মানছেন সবাই। ইসিবি অবশ্য করোনা সংক্রমণ রুখতে সবাইকে জীবানু সুরক্ষিত পরিবেশ রেখেছে। সফরে তিনটি টেস্ট ও সমসংখ্যক টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সফরটি সম্ভব করতে বিশেষ চার্টার্ড বিমানে উড়িয়েই পাকিস্তানকে ইংল্যান্ডে এনেছে ইসিবি। যেন করোনাকালে আর্থিক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হয়। সূত্র: বাংলা ট্রিবিউন আর/০৮:১৪/১৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DHl6kj
July 14, 2020 at 12:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন