কলম্বো, ০৫ জুলাই- নিজেকে বড় ধরনের বিপদের মুখে ঠেলে দিলেন শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুশল মেন্ডিস। বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে তুলে দিলেন সাইকেল-আরোহীর ওপর। দুর্ঘটনায় ৬৪ বছর বয়সী সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফলে লঙ্কান এই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে শ্রীলংকার পুলিশ। শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানী কলম্বোর পানাদোরা এলাকায় সাইকেল আরোহীর উপর গাড়ি তুলে দেন কুশল মেন্ডিস। হাসপাতালে নেয়ার পর ওই বৃদ্ধের মৃত্যু হয়। নিহত ব্যক্তি পানাদুরা গোরাকাপোলা এলাকার বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ মুখপাত্র এসএসপি জালিয়া সেনারত্নে। ঘটনার পরই গ্রেপ্তার করা হয় কুশল মেন্ডিসকে। রোববার বিকেলের দিকে তাকে কোর্টে চালান করা হবে জানিয়েছে পুলিশ। ২৫ বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটসম্যান শ্রীলঙ্কা জাতীয় দলের নিয়মিত সদস্য। দেশের হয়ে ৪৪টি টেস্ট এবং ৭৬টি ওয়ানডে খেলেছেন কুশল মেন্ডিস। করোনার কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ ছিল। সম্প্রতি খেলোয়াড়দের জন্য অনুশীলন সুবিধা চালু করেছে লঙ্কান ক্রিকেট। কুশল মেন্ডিসও নিয়মিত অনুশীলন করছিলেন দলের সঙ্গে। এরই মধ্যে ঘটলো এই দুর্ঘটনা। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৫ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3e2s3sL
July 05, 2020 at 10:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন