ঢাকা, ০৯ জুলাই- ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী কোনালের গাওয়া প্রথম কোনো গান কোটিবারের বেশি দেখলো দর্শক। সেই হিসেবে কোনাল এখন কোটিপতি! শাকিব খান অভিনীত ও প্রযোজিত সুপারহিট ছবি পাসওয়ার্ড-এর জন্য আগুন লাগাইলো শিরোনামে প্রথম আইটেম গান করেছিলেন কোনাল। যে গানে বুবলীকেও প্রথম পাওয়া গিয়েছিল আইটেম গানে। নিজেকে ভেঙে নতুন করে হাজির হয়ে সেই গানেই বাজিমাৎ করেছেন কোনাল। ৩ জুলাই শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে গানটি কোটির ক্লাব অতিক্রম করে। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো রকম বুস্ট ছাড়াই গানটির ভিউস ১ কোটি ১ লাখের বেশি, যা প্রতিনিয়ত বাড়ছে। বিষয়টি নিয়ে জনপ্রিয় এ শিল্পীর উচ্ছ্বাসের কমতি নেই। কোনাল মনে করেন, কোটি ভিউ মানে এক কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। দর্শকের সেই ভালোবাসায় তিনি সিক্ত। তিনি বলেন, এটি আমার গাওয়া প্রথম আইটেম ধাঁচের কোনো গান। গানটি গাওয়ার সময় দ্বিধায় ছিলাম, না জানি কেমন হয়, তবে ছবির প্রযোজক ও শীর্ষ অভিনেতা শাকিব খান গানটি পছন্দ করেন। সর্বোপরি যে দর্শকদের জন্য আমি গান গাই তারা আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছে এটাই সবচেয়ে বেশি আনন্দের ও অনুপ্রেরণার ব্যাপার। গেল বছর রোজার ঈদে মুক্তি পাওয়া ছবি পাসওয়ার্ড। নির্মাণ করেছিলেন মালেক আফসারী। বক্স অফিস হিট করার পর গেল ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ের পর্দায় পাসওয়ার্ডর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়। তুরস্কে শুটিং হওয়া আগুন লাগাইলো গানটির কথা ও সুর লিংকনের। শাকিব, বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ। এম এন / ০৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38JzRyg
July 09, 2020 at 07:26PM
09 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top