কলকাতা, ৩১ জুলাই- ভারতের পূর্ব বর্ধমানের খন্ডঘোষ নামক এলাকায় ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। ছেলের বউয়ের ছোড়া অ্যাসিডে গুরুতর আহত হয়েছেন শাশুড়ি! ওই ছেলের বউ আবার সরকারি কর্মচারী। বাড়ির মধ্যেই ঝগড়ার সময় এই ঘটনা ঘটেছে। এসিড আক্রান্ত ওই নারীর নাম তিলোত্তমা সিংহ (৬০)। তিনিও সদ্য সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। খন্ডঘোষ থানার খুদকুড়িতে সরকারি আবাসনে থাকেন তারা। সেখানেই আজ শুক্রবার এই ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বছর দেড়েক আগে খন্ডঘোষের খুদকুড়ির বাসিন্দা অচিন্ত্য সিংহের সঙ্গে রানু হাজরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রায়ই বাপের বাড়ি যাওয়া নিয়ে রানুর সঙ্গে ঝগড়া হতো অচিন্ত্যর। আজ সকালেও সেই নিয়ে ঝগড়ার শুরু হলে মধ্যস্থতা করতে আসেন শাশুড়ি তিলোত্তমা সিংহ। সেই সময়ই রানুর ব্যাগে থাকা এসিডের বোতল বের করে শাশুড়িকে লক্ষ্য করে ছুড়ে দেন। এসিডে তিলোত্তমা দেবীর সারা শরীর ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খন্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: বাংলায় সুস্থ হয়ে ওঠার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে : মুখ্যমন্ত্রী পুলিশ জানিয়েছে, রানু হাজরার ব্যাগের মধ্যেই ওই এসিডের বোতল ছিল। তিনি কি কাজের জন্য কোথায় থেকে ওই এসিড সংগ্রহ করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার স্বামী লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। সূত্র: নিউজ এইটিন এম এন / ৩১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Xe4mYR
July 31, 2020 at 05:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top