মুম্বাই, ১০ জুলাই- ভারত-চীনের উত্তেজনার আঁচ গিয়ে লাগল বলিউডেও। চীনা সেনাবাহিনীর আগ্রাসনের প্রতিবাদে দেশটির মোবাইল সংস্থার সঙ্গে কোটি রুপির চুক্তি বাতিল করলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কার্তিক চীনা মোবাইল সংস্থা অপো কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। যে মোবাইল সংস্থার অফিস চীনের গুয়াংডং প্রদেশের দাগুয়ানে অবস্থিত। নিয়ম অনুযায়ী যদি কোনো অভিনেতা নির্দিষ্ট কোনো সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র সেই কম্পানির পণ্যই তুলে ধরতে পারেন। তবে সম্প্রতি কার্তিক যে ইনস্টাগ্রাম পোস্ট করেছেন, তাতে তাকে অ্যাপেলের আইফোন হাতে দেখা যাচ্ছে। তিনি অ্যাপেলের আইফোন দিয়েই ফ্ল্যাটের বারান্দায় বসে মেঘের ছবি তুলেছেন। আর এরপরই চীনা মোবাইল সংস্থার সঙ্গে কার্তিকের চুক্তি বাতিলের খবর ছড়িয়ে পড়ে। ই-টাইমসের প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, কার্তিক চীনা মোবাইল সংস্থা অপো কম্পানির কোটি রুপির চুক্তি বাতিল করেছেন। আর তিনিই বলিউডের প্রথম অভিনেতা যিনি এই পদক্ষেপ করেছেন। আর/০৮:১৪/১০ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/321ewzj
July 10, 2020 at 07:57PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন