ঢাকা, ০৪ জুলাই- চারদিন আগে পর্যন্ত করোনা পজিটিভ ছিল। তবে আজ-কালের মধ্যে আর টেস্ট করাননি মাশরাফি বিন মর্তুজা। আপাতত টেস্ট করাবেন না বলেই জানালেন এ প্রতিবেদককে। আজ (শনিবার) বিকেলে এ প্রতিবেদককে মাশরাফি জানান যে, নতুন করে আর করোনা পরীক্ষা করানো হয়নি। সবে ১৪ দিন গেছে। আরও এক সপ্তাহ পর তিন সপ্তাহ পূর্ণ হলে তবেই করোনা টেস্ট করাবেন সাবেক অধিনায়ক। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে, দ্বিতীয়বার টেস্টে মাশরাফি ফের করোনা পজিটিভ হয়েছেন। তবে এ প্রতিবেদকের সাথে আলাপে নড়াইল এক্সপ্রেস বলেন, করোনা পরীক্ষা করাতে দেরি হবে আরও। ৩ সপ্তাহ পর করাব। মাত্র তো ১৪ দিন হলো। আরও ৭ দিন অপেক্ষা করে নেই। প্রসঙ্গত, গত ২০ জুন করোনা পজিটিভ হন মাশরাফি বিন মর্তুজা। এরপর থেকে মিরপুরে নিজ বাসায় আইসোলেশনে আছেন টাইগারদের সাবেক অধিনায়ক। সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31KffEI
July 04, 2020 at 12:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top