ঢাকা, ২৫ জুলাই - আজো প্রতিরাত জেগে থাকি তোমার আশায় এই এক গানেই বদলে গেছে ইমন খানের জীবন। ২০০৮ সালে প্রকাশিত তার একক অ্যালবাম কেউ বোঝে না মনের ব্যথার গান এটি। অথচ গানটির কারণে অ্যালবামের নামটাই ঢাকা পড়ে যায়! সবাই দোকানে গিয়ে বলতেন, আজো প্রতিরাতে জেগে থাকি অ্যালবামটি দেন। এটি ছিল তার পঞ্চম একক অ্যালবাম। অনেক সংগীতশিল্পীর মতো ইমন খানও যেন হারিয়ে যেতে বসেছিলেন। কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছেন। ২০১৮ সালের শেষের দিকে ধ্রুব মিউজিক কটেজ থেকে প্রকাশিত ভুল মানুষের ঘর দিয়ে নতুন করে আলোচনায় আসেন ইমন। আরও পড়ুন: ঈদের আগের রাতে দর্শক মাতাবে জলের গান এবারের ঈদে আসছে জনপ্রিয় এই কন্ঠশিল্পীর নতুন গান বেঈমান। আহমেদ রিজভীর কথায় গানটির সুর করেছেন অভি আকাশ আর সঙ্গীতায়োজন করেছেন তরিক। প্রাপ্তি, অপ্রাপ্তি , প্রেম, প্রতারণা আর বিরহের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন সরাজ দেব। ভিডিওতে আলভি মামুন ও তামান্না তাবাসসুম এর সাথে দখা যাবে ইমন খানকেও। ইমন খান বলেন, রিজভী ভাইয়ের কথায় অসাধারণ গান করলাম। আমার শ্রোতারা যে ঘরানার গান পছন্দ করেন বেঈমান ঠিক সেই রকম গান। ভিডিওটিও পছন্দ হওয়ার মতো। আশা করছি ভালো লাগবে সবার। রোববার ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটির ভিডিও। এছাড়াও গানটি শোনা যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপ এ এমনটাই জানিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন। এন এইচ, ২৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/330ggJk
July 25, 2020 at 02:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top