কলকাতা, ২১ জুলাই- করোনা পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে গোটা রাজ্যে। প্রতিদিন লাফিয়ে-লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি মোকাবিলায় এবার থেকে প্রতি সপ্তাহে ২ দিন করে গোটা রাজ্যে পুরো লকডাউনের ঘোষণা করা হয়েছে। করোনা মোকাবিলায় রাজ্যের এই নয়া সিদ্ধান্তে বেজায় চটেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। রাজ্যকে পরামর্শ দিয়ে সুজনের টুইট, আবারও বলছি, বিশেষজ্ঞদের পরামর্শ নিন। তাঁদের ডাকুন, ভরসা করুন। রাজ্যের কোনায়-কোনায় ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ। রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনার সংক্রমণ রুখতে এবার প্রতি সপ্তাহে ২ দিন করে গোটা রাজ্যে পুরো লকডাউনের ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে লকডাউন করা হবে। আগামী সপ্তাহে বুধবার পুরো লকডাউনের কথা ঘোষণা করেছেন স্বরাষ্ট্রসচিব। করোনার সংক্রমণে লাগাম পরাতে রাজ্যের এই সিদ্ধান্তের সঙ্গে একেবারেই একমত নন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। লকডাউনের নয়া এই সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। টুইটে তিনি লেখেন, পাগলামোর সীমা থাকা উচিত। সবজান্তা মুখ্যমন্ত্রীর রাজত্বে বিপদ বাড়ছেই। আরও পড়ুন:শহিদ স্মরণে করোনা কাঁটা, কীভাবে হবে ২১ জুলাই উদযাপন নিজেই সূচি দিয়ে জানালেন দলনেত্রী সপ্তাহে ২ দিন লকডাউনের সিদ্ধান্ত প্রহসন বলেই মনে করছেন সুজন। সংক্রমণে লাগাম পরাতে কোন-কোন পদক্ষেপ জরুরি তা ঠিক করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন সুজন চক্রবর্তী। রাজ্য সরকারের সমালোচনা করে টুইটে সুজন চক্রবর্তী আরও লেখেন, সপ্তাহে দুদিন লকডাউনের মানে কি? বাকি ৫ দিন কি করোনার লকডাউন? কোন জাতীয় অঙ্ক এসব? কার বুদ্ধি? আবারও বলছি, বিশেষজ্ঞদের পরামর্শ নিন। তাঁদের ডাকুন, ভরসা করুন মাননীয়া। সূত্র: কলকাতা ২৪x৭ আর/০৮:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fIl1ee
July 21, 2020 at 05:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top