সিঙ্গাপুর সিটি, ২৭ জুলাই - তিনি সিঙ্গাপুরের তিন বারের বর্ষসেরা অভিনেতা। ২০ বছর ধরে অভিনয় করে এখন অবসরে। অভিনয়টা যে ভোলেননি, সেটা বোঝা গেল আদালতের শুনানিতে। দেড় বছর আগে জাহিদুল নামের এক বাংলাদেশি অভিবাসী শ্রমিকের মাথা ফাটানোর ঘটনায় বিচারকের সামনে সোমবার রীতিমতো অভিনয় জুড়ে দেন! সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় দৈনিক এ জানিয়েছে, ৫৯ বছর বয়সী হুয়াং ইলিয়ান আদালতে দাবি করেছেন বাবার অধিকার নিয়ে তিনি জাহিদুলকে আঘাত করেন! আর সেই অধিকার জাহিদুলই নাকি তাকে দিয়েছিলেন! এসব বলেও অবশ্য পার পাননি চতুর ইলিয়ান। আদালত তাকে অভিযুক্ত করেছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ১১ ডিসেম্বর সিঙ্গাপুর ইসলামিক হাবে (এসআইএইচ) ইলিয়ানের প্রোডাকশন হাউজের ইভেন্টে কাজ করছিলেন জাহিদুল। বিকেল সাড়ে চারটার দিকে তাকে মারতে থাকেন এই অভিনেতা। কাঠের হাতলওয়ালা চাঁছনি জাতীয় ধাতব পদার্থ দিয়ে দুইবার তিনি মাথায় আঘাত করেন। ওই ঘটনায় জাহিদুল গুরুতর আহত হন। তার খুলিতে পর্যন্ত আঘাত লাগে। কর্মজীবী হোস্টেলে কোয়ারেন্টাইনে থাকায় জাহিদুল সোমবারের (২৭ জুলাই) শুনানিতে উপস্থিত হতে পারেননি। ডেপুটি পাবলিক প্রসিকিউটর চং কে এন চার প্রত্যক্ষদর্শীকেও আদালতে ডাকেন। এদিন তারা সাক্ষ্য দিয়েছেন: মোহাম্মদ আখতার আব্দুল খলিল, এসআইএইচের নিরাপত্তারক্ষী ব্রাডেল রোড, দুই পুলিশ সদস্য সার্জেন্ট ওয়েসলি থিও এবং লিম রং হো। আরও পড়ুন: মৃত্যুপথযাত্রী বাংলাদেশির শেষইচ্ছা পূরণ করলেন সিঙ্গাপুরিয়ানরা খলিল আদালতকে জানান, অভিযুক্ত ইলিয়ান সেদিন জাহিদুলকে মারার সময় গালাগাল দেন। জাহিদুল কাজ পারে না, এমন অভিযোগ করতে থাকেন তিনি। সার্জেন্ট ওয়েসলি জানান, অসহায় প্রবাসী শ্রমিক জাহিদুলকে সেদিন কাঁদতে দেখেছিলেন তিনি। ইলিয়ানের ভয়ে একদম মুষড়ে পড়েন জাহিদ। ইলিয়ান গালাগাল দেয়ার কথা অস্বীকার করে আদালতে দাবি করেন, জাহিদুল সেদিন একটু বেশি অভিনয় করেছিল! সে আমাকে ভালো বস, ভালো শিক্ষক বলতো। আমাকে বাবার মতো সম্মান করতো। জাহিদুল আমাকে মারার অধিকার দিয়েছিল। ও আমাকে বলেছিল, আমি কাজ ধীরে করি, তাই মারতে পারেন! ইলিয়ান সিঙ্গাপুরে ২০০২, ২০০৩ এবং ২০০৬ সালে বার্ষিক স্টার অ্যাওয়ার্ডস পুরস্কার জয়লাভ করেন। ২০০৮ সালে তিনি নিজে মিডিয়াক্রপ নামে একটি প্রোডাকশন হাউজ খোলেন। এই ধরনের অপরাধে সিঙ্গাপুরে বেত্রাঘাতের পাশাপাশি অভিযুক্তকে সাত বছরের জন্য জেলে পাঠানোর বিধান আছে। ইলিয়ানের বয়স ৫০ বছরের বেশি বলে বেত্রাঘাতের শাস্তি পাবেন না। এন এইচ, ২৭ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hG88Sq
July 27, 2020 at 02:01PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.