ঢাকা, ১৬ জুলাই- এন্ড্রু কিশোরের সঙ্গে আসিফ আকবরের সম্পর্কটা ছিলো বড় ভাই ও ছোট ভাইয়ের মতো। এন্ড্রু কিশোরকে বড় ভাইয়ের মতই শ্রদ্ধা করতেন আসিফ। তার কাছে অনেক ভালো পরামর্শও পেতেন। প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে নিয়ে এমনই তথ্য দিয়েছেন বাংলা সংগীতের যুবরাজ আসিফ আকবর। গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। মৃত্যুর নয় দিন পরে গতকাল বুধবার চিরনিদ্রায় শায়িত হয়েছের গায়ক। প্রিয় এন্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানাতে একটি নতুন গান গেয়েছেন আসিফ আকবর। গানটির শিরোনাম গাইবেনা আর গান। সকাল গেল দুপুর গেল, গেল বিকেল বেলা, সন্ধ্যে হতেই ডুবে গেল, জীবন নামের ভেলা কত প্রাণের কত কথা, শোনাত যে সুরে, বিধির লিখন মেনেই গেল, এই পৃথিবী ছেড়ে, ঘুমিয়ে গেছে গানের পাখি, গাইবে না আর গান, বুকের মাঝে পুষে রেখে, জমা অভিমান। এমনই কথার গানটি লিখেছেন ও সুর করেছেন তরুন মুন্সী। গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু। শিগগিরই বাংলা ঢোল এর ব্যানারে প্রকাশ হবে গানটি। আরও পড়ুন:চিরনিদ্রায় শায়িত হলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর এন্ড্রু কিশোরের সঙ্গে আসিফ আকবর দুইবার প্লেব্যাক করেছেন। এর মধ্যে একটি গান ছিলো দেবাশীষ বিশ্বাস পরিচালিত শুভ বিবাহ সিনেমার টাইটেল গান। সেই দুটি গানকে নিজের ক্যারিয়ারের অন্যতম দুটি গান বলে মনে করেন আসিফ। আসিফ আকবর বলেন, ভাবিনি এন্ড্রু কিশোরদাকে উৎস্বর্গ করে কখনো গাইতে হবে গান। বিনম্র শ্রদ্ধা প্রিয় দাদা। আর/০৮:১৪/১৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2B2kt3J
July 16, 2020 at 09:34AM
16 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top