নয়াদিল্লি, ২১ জুলাই- কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে গেলে আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে নাকি প্রস্তুতিও শুরু হয়ে গেছে। অবশেষে সব গুঞ্জনই সত্যি হলো। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের ত্রয়োদশ আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। আরও পড়ুন:শেষ পর্যন্ত স্থগিতই করা হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এই বিষয়টি নিশ্চিত করে জানায়, আইপিএল আরব আমিরাতে আয়োজনের অনুমতি চেয়ে বিসিসিআই এর মধ্যেই ভারত সরকারের কাছে আবেদন করেছে। তারা অনুমতি পাওয়ার আশা করছে। টুর্নামেন্টের সময়সূচি অবশ্য জানাননি আইপিএল প্রধান। গভর্নিং কাউন্সিলের পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে। গতকাল সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেয় আইসিসি। ক্রিকইনফোর দাবি, ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আইপিএল হতে পারে। আরব আমিরাতের তিন মূল ভেন্যু- দুবাই, আবুধাবি ও শারজাহয় হবে খেলা। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে কি না, সেটা আমিরাত সরকারের ওপর নির্ভর করছে বলে জানান আইপিএল প্রধান। এর আগে ভারতের জাতীয় নির্বাচনের কারণে ২০১৪ আইপিএলের প্রথম ২০ ম্যাচ হয়েছিল আরব আমিরাতে। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OJ03QB
July 21, 2020 at 06:59PM
21 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top