নতুন মৌসুমের (২০২০-২১) প্রথম শিরোপা শোকেসে তুললো আর্সেনাল। তাও আবার লিভারপুলকে হারিয়ে। শনিবার (২৯ আগস্ট) রাতে কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্সেনাল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। শনিবার ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। এ সময় বুকায়ো সাকার বাড়িয়ে দেওয়া বল থেকে বাঁকানো শটে দুর্দান্ত এক গোল করেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে গার্নার্সরা। আরও পড়ুন: মেসির বুদ্ধির খেলায় পরাস্ত বার্তামেউ বিরতির পর ৭৩ মিনিটে সমতা ফেরায় লিভারপুল। এ সময় কর্নার থেকে আসা বলে গোল করেন তাকুমি মিনামিনো। যদিও তার গোলটি নিশ্চিত হওয়ার জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিতে হয়। শেষ পর্যন্ত গোলটি টিকে যায়। এই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এরপর টাইব্রেকারেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। লিভারপুলের তৃতীয় শটটি বারে মেরে দেন আরহিয়ান ব্রিউস্টার। অন্যদিকে আর্সেনাল পাঁচটি শট থেকেই গোল আদায় করে নেয়। প্রথম গোলের মতো পেনাল্টি শটে শেষ গোলটিও করেন আউবেমেয়াং। দলকে জেতান শিরোপা। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ৩০ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QEkrmO
August 30, 2020 at 05:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন