নয়াদিল্লি, ২৩ আগস্ট - ভারতের সাবেক ও বর্তমান দুই সুপারস্টার মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মার ভক্তদের (!) মাঝে বেদম মারপিটের ঘটনা ঘটেছে! পরিস্থিতি এতটাই জটিল যে, ঝগড়া থামাতে মাঠে নেমেছেন খোদ বীরেন্দ্র শেবাগ। ঘটনা মহারাষ্ট্রের কোলাপুরের কুরুন্দাদের এলাকার। ব্যাপক মারামারিতে এক যুবক গুরুতর আহত হয়েছে। ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ধোনি। তার পরই কোলাপুরের ওই এলাকার ধোনি ভক্তরা চারিদিকে ভারতীয় অধিনায়কের ছবি ও পোস্টার লাগিয়ে দেন। এরই মধ্যে রোহিত শর্মা রাজীব গান্ধী খেলরত্ন সম্মনে ভূষিত হয়েছেন। ওই এলাকায় রোহিতের পোস্টার লাগান তার ভক্তরা। এই পোস্টার লাগানো নিয়েই ধোনি ও রোহিতের ভক্তদের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, ধোনি ভক্তরা এলাকার বহু জায়গা থেকে রোহিত শর্মার ছবি ছিঁড়ে ফেলে দিয়েছে। এরপরই দুটি গ্রুপের ছেলেরা এক জায়গায় আলোচনার জন্য একত্রিত হয়। সেই সময় রোহিতের এক ভক্ত কিছু একটা মন্তব্য করায় উত্তেজনা চরমে ওঠে। এর পরই সেই রোহিতের ভক্ত যুবককে টানতে টানতে একটি আখের খেতে নিয়ে যায় ধোনির ভক্তরা। তার পর তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আরও পড়ুন: ধোনির সঙ্গে আমার স্বামী শোয়েবের অনেক মিল রয়েছে: সানিয়া মির্জা মারধরের শিকার সেই যুবক গুরুত আহত হয়েছেন বলে জানা গেছে। ধোনি ভক্ত গ্রুপের ছেলেদের অভিযোগ, রোহিত শর্মার ভক্ত সেই যুবক তাদের অশালীন মন্তব্য করতে থাকে। যদিও রোহিতের পোস্টার কে বা কারা ছিঁড়েছে তা জানা যায়নি। সেই পোস্টার আসলে ধোনি ভক্তদের গ্রুপের কেউ ছিঁড়েছে কি না সেটাও নিশ্চিত নয়। এই ঘটনার কথা জানার পর মাঠে নেমেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। তিনি টুইটে লিখেছেন, তোমাদের মতো পাগলরা কী যে কর এসব! ক্রিকেটাররা হয় নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে, নাহলে পরস্পরের সঙ্গে কথা বলে না। কিন্তু কিছু ক্রিকেটভক্ত তো দেখছি অন্য লেভেলের পাগল। আরে বাবা নিজেদের মধ্যে ঝগড়া করো না। ভারতীয় দলের মতো তোমরাও একটি দল হয়ে থাক। Kya karte rehte ho paagalon.Aapas mein players are either fond of each other or just dont talk much, kaam se kaam rakhte hain.But kuchh fans alag hi level ke pagle hain. Jhagda Jhagdi mat karo, Team India ko- as one yaad karo. pic.twitter.com/i2ZpcDVogE Virender Sehwag (@virendersehwag) August 23, 2020 সূত্র : কালের কণ্ঠ এন এইচ, ২৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EndLGV
August 23, 2020 at 01:23PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.