উয়েফা চ্যাম্পিয়নস লিগে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে বিদায় করে ১০ বছর পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ। গতকাল শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে পর্তুগালের লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে সিটিকে হারিয়েছে লিঁও। এ জয়ের মাধ্যমে বায়ার্ন মিউনিখের সঙ্গে উঠে গেল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। এদিন প্রথমার্ধেই পিছিয়ে পড়ে সিটি। খেলা শুরুর ২৪ মিনিটে লিঁওর হয়ে প্রথম গোল করেন ম্যাক্সওয়েল কর্নেট। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় গার্দিওলার দলকে। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে সিটি। ৬৯তম মিনিটে রহিম স্টার্লিংয়ের পাস থেকে সিটিকে সমতায় ফেরার কেভিন ডি ব্রুইন। তবে ৭৯তম মিনিটে ফের এগিয়ে যায় লিঁও। গোলরক্ষক এডারসনকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে দেন লিঁওর ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। আরও পড়ুন: সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বার্সা প্রেসিডেন্ট, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই: বার্সা কোচ এরপর ৮৭তম মিনিটে তৃতীয় গোল হজম করতে হয় সিটিকে। ফাঁকায় পেয়ে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন মৌসা দেম্বেলে। সেমিফাইনালে লিঁও প্রতিপক্ষ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আগের ম্যাচে বার্সেলোনাকে ৮-২ ব্যবধানে বিধ্বস্ত করে শেষ চার নিশ্চিত করে বাভারিয়ানরা। আরেক সেমিতে মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি এবং জার্মান ক্লাব লিপজিগ। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ১৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3g0lGHs
August 16, 2020 at 05:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top