ঢাকা, ১০ আগস্ট - ছেলেদের ঐচ্ছিক অনুশীলন চলাকালীন মেয়েদের মাঠে ফেরার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । আজ থেকে ঐচ্ছিক অনুশীলন শুরু করতে পারবেন রুমানা, সালমা, জাহানারারা। ঈদের আগ থেকে জাতীয় দল ও পুলের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করেছেন। ঈদের পর তাদের দল ভারী হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মুশফিক, মাহমুদউল্লাহ, মুমিনুলরা অনুশীলনে নেমেছেন। তাদের দেখানো পথ ধরে এবার মাঠে ফিরতে যাচ্ছেন মেয়েরা। আরও পড়ুন: মাঠে ফিরতে অধীর হয়ে উঠেছেন সাব্বির মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামসহ বগুড়া ও খুলনায় একক অনুশীলন করবেন নয় ক্রিকেটার।মিরপুরে অনুশীলন করবেন শামিমা সুলতানা, শারমিন সুপ্তা, জাহানারা আলম, নাহিদা আক্তার ও লতা মন্ডল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রুমানা আহমেদ ও সালমা খাতুনের অনুশীলন করার কথা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করবেন খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা। প্রত্যেকের সময় আলাদা করে বেঁধে দেওয়া হয়েছে। ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ইনডোরে ব্যাটিং ও ইনডোরের আউটারে বোলিংয়ের জন্যও আলাদা করে রাখা হয়েছে সুনির্দিষ্ট সময়। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ১০ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ikE92I
August 10, 2020 at 06:12AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন