ঢাকা, ০৪ আগস্ট - মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে বাংলাদেশের ক্রিকেট। এমন পরিস্থিতিতে বেশ কিছু সিরিজ স্থগিত হয়ে গেছে। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা দুই দলই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে আছে।পেছানো হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। এতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। তবে চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলতে পারার শঙ্কা তৈরি হয়েছিল। টাইগারপ্রেমীদের সব অপেক্ষার অবসান বোধ হয় শেষ হতে যাচ্ছে। অক্টোবরেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফর স্থগিত আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা প্রায় চূড়ান্ত। শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলেও জানিয়েছেন তিনি। তবে চলতি মাসে লঙ্কান প্রিমিয়ার লিগ-এলপিএল আয়োজন করছে দ্বীপ রাষ্ট্রটি। ফলে এই দুই মাসে সিরিজ আয়োজন সম্ভব হচ্ছে না। এই টুর্নামেন্টের ঘোষণা দেয়ায় আশঙ্কার মধ্যে পড়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাও। তবে আকরাম খানের কথায় এবার নিশ্চয়ই আশ্বস্ত হবেন সবাই। সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সূত্র : বিডিলাইভ২৪ এন এইচ, ০৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XrLHJ7
August 04, 2020 at 06:58AM
04 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top