চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার নতুন করে আরো তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত তিনজনই নাচোল উপজেলার। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮৭ জনে। জেলায় মোট আক্রান্তের মধ্যে বর্তমানে ১৮ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে সার্বক্ষণিক অক্সিজেন সাপোর্টসহ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি অব মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে তিনটি নমুনার প্রতিবেদন আসে। এতে তিনজনের দেহেই করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত তিনজনের মধ্যে দু’জন নাচোল উপজেলার স্বাস্থকর্মী ও অন্যজন নাচোল উপজেলার সাধারণ নাগরিক।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের মোট শনাক্ত ৪৮৭ জনের মধ্যে ২২৬ জন সুস্থ্য হয়েছে। বাকীদের মধ্যে ১৮ জন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন করোনা রোগীদের অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে। তাদের অবস্থা স্থীতিশীল বলে মন্তব্য করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৮-২০
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি অব মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে তিনটি নমুনার প্রতিবেদন আসে। এতে তিনজনের দেহেই করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত তিনজনের মধ্যে দু’জন নাচোল উপজেলার স্বাস্থকর্মী ও অন্যজন নাচোল উপজেলার সাধারণ নাগরিক।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের মোট শনাক্ত ৪৮৭ জনের মধ্যে ২২৬ জন সুস্থ্য হয়েছে। বাকীদের মধ্যে ১৮ জন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন করোনা রোগীদের অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে। তাদের অবস্থা স্থীতিশীল বলে মন্তব্য করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৮-২০
from Chapainawabganjnews https://ift.tt/39UbP4o
August 04, 2020 at 09:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন