ভারতে করোনাভাইরাসের প্রার্দুভাব বেশি থাকায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। করোনার কারণে জৈব-সুরক্ষা, অনেক স্বাস্থ্য-বিধি মেনে ও রুদ্ধদ্বার স্টেডিয়ামে শুরু হবে আইপিএলের আসন্ন আসরটি। তবে দর্শক ভর্তি স্টেডিয়ামে আইপিএল আয়োজনের সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সচিব মুবাশির উসমানি। তিনি বলেন, আইপিএল নিয়ে আরব আমিরাতে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা মাঠে গিয়ে খেলা দেখতে চায়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে চিন্তা-ভাবনা করছি। দর্শক ভর্তি মাঠে ম্যাচ আয়োজন করা যায় কি-না, আমরা সেই চেষ্টায় আছি। আমরা চাইছি, মাঠে যেন দর্শক আসে। কিন্তু কর্তৃপক্ষ থেকে এখনও অনুমতি আসেনি। আমাদের এখানে প্রচুর প্রবাসী আছেন, এশিয়ার মানুষ আছেন। তাছাড়া এখানকার স্থানীয়রাও খেলাধুলা খুব ভালবাসেন। আমরাও চাই, তারা যেন মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পান। আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাকেঞ্জি করোনার কারণে ১১৬ দিন পর গত ৮ জুলাই ইংল্যান্ডের মাটিতে শুরু হয় ক্রিকেট লড়াই। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজটি হয় সর্বোচ্চ জৈব-সুরক্ষা বলয়ের মাঝে, স্টেডিয়ামে দর্শক প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। ওই সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটিও রুদ্ধদ্বার স্টেডিয়ামে হচ্ছে। করোনার কারণে এবার অনেক বিধি-নিষেধের মধ্যে শুরু হবে আইপিএল। ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। এজন্য মাঠে দর্শকদের প্রবেশের চেষ্টায় আছে ইসিবি। মুবাশির আরও বলেন, আমাদের কী কী নিয়ম মেনে চলতে হবে, এই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। এর মধ্যে মাঠে দর্শক প্রবেশের ব্যাপারও আছে। অনুমতি পেয়ে গেলে আমরা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাথে আলোচনায় বসব। জানতে চাইব, দর্শকদের নিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনা কি, তারা কত সংখ্যক দর্শক মাঠে চায়। সফল একটি আইপিএল আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছেন মুবাশির, আমরাই আইপিএল শুরুর জন্য মুখিয়ে আছি। ক্রিকেট ইভেন্ট আয়োজনের জন্য আমাদের বোর্ডে অভিজ্ঞ একটি দল আছে। শক্তিশালী ক্রিকেট প্রশাসনের বংশধর তারা। যারা লজিস্টিক ও আয়োজকদের সাথে নিবিড়ভাবে কাজ করবে। আমরা একটি সফল টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী। সূত্র : কালের কণ্ঠ এন এইচ, ২০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gmMh1f
August 21, 2020 at 03:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top