ঢাকা, ১২ আগস্ট - পা পিছলে পড়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসার বাথরুমে পা পিছলে পড়ে যান পোড়ামন-২ খ্যাত এ নায়িকা। এতে মাথা ও কপালে আঘাত পান তিনি। মাথায় কয়েক ইঞ্চি কেটে যায় তার। মধ্যরাত হওয়ায় পূজাকে বাসায়ই চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন নায়িকার মা ঝরণা রায়। তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাথরুম থেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে যায় সে। মাথা ও কপালে আঘাত পেয়েছে। তবে মাথায় বেশ কেটে গেছে। প্রায় আড়াই ঘণ্টা লেগেছে তার রক্ত পড়া থামাতে। আরও পড়ুন: সিনহা হত্যাকাণ্ড নিয়ে যা বললেন ইলিয়াস কোবরা করোনা পরিস্থিতির কারণে মধ্যরাতে তাকে আর হাসপাতলে নেওয়া হয়নি বলে জানিয়েছেন নায়িকার মা। তবে চিকিৎসকের পরামর্শে বাসায়ই চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত হৃদিতা নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করবেন ইস্পাহানী আরিফ জাহান। এতে পূজার বিপরীতে দেখা যাবে এবিএমন সুমনকে। আর মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত জিন ছবিটিও। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সজল। এন এইচ, ১২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33TSZtk
August 12, 2020 at 02:28PM
12 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top