ঢাকা, ০২ আগস্ট- গেলো ইদুল ফিতরের মতো ইদুল আজহাও করোনাভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে উদযাপন করতে হচ্ছে সবাইকে। স্বাস্থ্যবিধি মেনে অনেকে কোরবানি করলেও ঈদকে কেন্দ্র করে ঘোরাঘুরি যেন একেবারেই নেই। বাসায় বসে টিভিতে ঈদের আয়োজন উপভোগ করার মাধ্যমেই ইদ কেটে যাচ্ছে। করোনাকালীন ইদ কেমন কাটাচ্ছেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এ বিষয়ে কথা হয় তার সঙ্গে। ফারিয়ার কাছেও ইদের সংজ্ঞা অন্য সবার মতোই। তিনিও বিশ্বাস করেন, সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হলো ইদ। ইদ এলেই যেনে উপহার পাওয়ার বিষয়টি সামনে চলে আসে। আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রতি বছর ইদে অনেক উপহার পান ফারিয়া। এবারের ইদতার কাছে অন্যরকম। কারণ বিয়ে করেছেন তিনি। বেড়েছে আত্মীয়-স্বজন। ইদের সালামি বা উপহার এখন শুধু নেয়া নয়, দিতেও হয়। আরও পড়ুন: এবার কোরবানি দেওয়া হয়নি, ঈদটাও ঘরবন্দী কাটাচ্ছি ফারিয়া বলেন, উপহার ইদআনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। ছোটবেলায় কোন উপহারটি বিশেষ তা বুঝতাম না। উপহার পেলেই আনন্দের সীমা থাকত না। তবে বড় হওয়ার পর উপহার পাওয়ার পাশাপাশি ছোটদের ইদউপহার দিতে হয়। সবাইকে ইদউপহার দেওয়া কর্তব্যের মধ্যেও পড়ে। কিন্তু করোনাভাইরাসের কারণে বাসায় থাকতে হচ্ছে। করোনার কারণে ইদের শপিং করা হয়নি এ তারকার। তাই সবাইকে অনলাইনে ইদউপহার পাঠিয়েছেন। তবে সব মিলিয়ে এবারের ইদখারাপ কাটছে না ফারিয়ার। এম এন / ০২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33fsf6d
August 02, 2020 at 07:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top