চেন্নাই, ১৬ আগস্ট - রিসার্চের জন্য ভবিষ্যতে তাঁর হিমশীতল মস্তিষ্ক কোনও ল্যাবরেটরিতে কাঁটাছেড়া হবে কীনা জানা নেই, তবে তাঁর সিদ্ধান্তগুলো সবসময় থেকেছে চর্চার শিরোনামে। আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাসটাও এমনভাবে নিলেন শনিবার, তাতে আরও একবার বলতেই হয় ধাঁধাঁর চেয়েও জটিল তুমি মহেন্দ্র সিং ধোনি। অন্যান্যদের মতো প্রেস কনফারেন্সের ত্রিসীমানাতেও গেলেন না। স্বাভাবিকভাবেই অবসর ঘোষণায় জাঁকজমকের বালাই নেই। সাক্ষীও হয়তো ইনস্টাগ্রাম কিংবা নিউজ চ্যানেলের মারফতেই জেনেছেন। সে যাই হোক। এগুলোই তো ধোনির সিগনেচার স্টাইল। তবু সব ঠিক ছিল যদি না ১৯:২৯ ঘন্টা সময়টা মেনশন করতেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করে ধোনি জানান, তোমাদের সমর্থন এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। ১৯:২৯ থেকে আমায় একজন অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বিবেচনা করুন। ব্যাস, মাহির ওই ঘোষণার পর থেকেই নির্দিষ্ট সময়ের রহস্যভেদে নেমেছে অনুরাগী থেকে দেশীয় সংবাদমাধ্যমগুলো। প্রথমে ভাবা গিয়েছিল হয়তো ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই সময়েই গাপতিলের থ্রোয়ে রান-আউট হয়ে ফিরেছিলেন ধোনি। যে ঘটনার আকস্মিকতাই হয়তো ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়ে পড়ল। তবে খোঁজ নিয়ে জানা গেল না, তেমনটা একেবারেই নয়। ভারতীয় সময় সন্ধে ৭টা ২৯মিনিটের আগেই ধোনির রান-আউট কিংবা ভারতের ম্যাচ হারের ঘটনা ঘটে যায় গতবছর বিশ্বকাপের সেমিফাইনালে। সোশ্যাল মিডিয়া জুড়ে নানা জল্পনার মাঝেই এক নয়া তত্ত্ব খাড়া করলেন আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সিইও কাশী বিশ্বনাথন। আরও পড়ুন: ধোনি সম্পর্কে ১০টি অজানা তথ্য শনিবার সন্ধ্যায় কন্ডিশনিং ক্যাম্পের জন্য চিপকেই ছিলেন সিএসকে সিইও। হঠাতই তাঁর কাছে শ্রীনিবাসনের ফোন আসে। শ্রীনি তাঁর কাছে জানতে চান ধোনির অবসরের ঘটনা সত্যি কীনা? বিশ্বনাথন ড্রেসিংরুমে ছুটে যান ধোনির কাছে। ধোনিকে তারপর তিনি জিজ্ঞেস করেন, তুমি এটা কখন করলে? উত্তরে ধোনি বলেন, ১৯:২৯ এ। আমার ইনস্টাগ্রামে। পরে শ্রীনিবাসনকে ধোনির অবসরের সময়ের ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্বনাথন বলেন, দেশের একেবারে দক্ষিণের স্থানগুলোতে আজ ১৯:২৯ ঘন্টায় সূর্য অস্ত গিয়েছে। আমার মনে হয় সে কারণেই ওই সময়টাকে ধোনি বেছে নিয়েছে। যদিও সুর্যাস্তের সঙ্গে ধোনির অবসরের কী যোগসূত্র তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। কিন্তু অনুরাগীরা বলছেন এই যুক্তি সত্যি হয়ে থাকলে ধোনির অবসর ভারতীয় ক্রিকেটে সূর্যাস্তেরই সামিল, সেক্ষেত্রে ধোনির প্রস্থানের সময় হিসেবে সূর্যাস্তের সময় নির্বাচন যথার্থই বটে। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে চেন্নাইয়ে শনিবার ৬টা ২৯মিনিটে। তাই সিএসকে সিইওর যুক্তিও সেই অর্থে ধোপে টিকছে না। রহস্য আরও ঘণীভূত হচ্ছে। সূত্র : কলকাতা২৪ এন এইচ, ১৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/311LnTv
August 16, 2020 at 04:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top