মুম্বাই, ১৭ আগস্ট- তারা বলিউডের একসময়ের সুপারস্টার দুই অভিনেত্রী। কিন্তু তারা যে দুজনে সম্পর্কে কাজিন, সেটা অনেকেই জানে না। নায়িকাদের রেষারেষি বলিউডে বিভিন্ন সময়ে আলোচনার শিরোনামে থেকেছে। সেই তালিকায় কাজল এবং রানি মুখার্জীও আছেন। কাজল সম্পর্কে রানির বড় বোন। কিন্তু একটা সময় তাদের সম্পর্ক খুবই খারাপ ছিল। একে অন্যের ক্যারিয়ার ঠেকানোর চেষ্টাও করেছেন। তাদের বিবাদে যশরাজ ফিল্মসের বড় ভূমিকা আছে বলে শোনা যায়। যশ চোপড়া যতদিন এই প্রযোজনা সংস্থার প্রধান ছিলেন, ততদিন নায়িকা হিসেবে কাজল ছিলেন তাদের অন্যতম সেরা পছন্দ। দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, ইয়ে দিল্লগি, ফানা সহ বহু ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন কাজল। কিন্তু ছবিটা বদলে যায় যখন সংস্থার কার্যভার গ্রহণ করেন যশপুত্র আদিত্য চোপড়া। আদিত্য চোপড়ার সঙ্গে রানির প্রেমের সম্পর্কের জন্য নাকি মাসুল দিতে হয়েছে কাজলকে। রানির প্রভাবে কাজলের থেকে মুখ ফিরিয়ে নেয় যশরাজ ফিল্মস। এছাড়া ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল, কাজল নাকি চাননি কুছ কুছ হোতা হ্যায় ছবিতে রানি সুযোগ পান। কিন্তু আদিত্য চোপড়ার কথায় রানিকে নিয়েছিলেন করণ জোহর। সুপারহিট এই ছবিতে কাজল মূল নায়িকা হলেও রানির অভিনয়ও দর্শকদের মনে দাগ কেটেছিল। নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। এই ছবির সুবাদে ধীরে ধীরে রানি বলিউডে জায়গা করে নেন। ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময়েই বিয়ে করে অভিনয় প্রায় ছেড়ে দেন কাজল। সে সময় রানি নিজের জায়গা আরও মজবুত করে নেন বলিউডে। যশরাজ ফিল্মসে আদিত্যর প্রভাব বাড়তেই রানি তাদের ছবিতে নায়িকা হতে থাকেন। চোপড়া পরিবার বিবাহিত আদিত্যর সঙ্গে রানির সম্পর্ক মেনে নিতে পারেনি। তাই নায়িকা হিসেবে কাজলই যশ চোপড়ার পছন্দ ছিলেন। ফলে বাবা-ছেলের সম্পর্কও প্রায় ভেঙে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আদিত্য চোপড়ার জেদের কাছে হার মানতে বাধ্য হয় পরিবার। ২০১৪ সালে বিয়ে হয় আদিত্য-রানির। এরপর কাজলের জন্য যশরাজ ফিল্মসের দরজা বন্ধ হয়ে যায়। আরও পড়ুনঃ কুলির প্রিমিয়ারে রাজি না বাপ-বেটা দুই বোনের তিক্ততা এতটাই চরমে পৌঁছেছিল যে, রানির বিয়েতেও উপস্থিত হননি কাজল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিক্ততার তীব্রতা হয়তো কিছুটা প্রশমিত হয়েছে। আগে প্রকাশ্যে দুই বোন একে অন্যের প্রসঙ্গে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতেন। এখন দুজনে নিজেদের ঝামেলা আড়ালে রাখেন। তবে কুছ কুছ হোতা হ্যায়-এর ২০ বছর উপলক্ষে গত বছর একটি টেলিভিশন শো-এ হাজির ছিলেন কাজল-শাহরুখ-রানি। সেখানে কাজলকে ধন্যবাদ জানান রানি। বলেন, ক্যারিয়ারের শুরুতে কঠিন সময়ে তার পাশে ছিলেন দিদি কাজল। তবে কাজল নিজস্ব ভঙ্গিতেই হাসতে হাসতে বলেন, তার মনেই পড়ছে না রানিকে কবে তিনি সাহায্য করেছেন! কারণ, তার কথায়, রানির কোনোদিন সাহায্য প্রয়োজনই হয়নি। ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমা কুছ কুছ হোতা হ্যায়-এর প্রথম শটেই নাকি তারকাসুলভ শট দিয়ে বাজিমাত করেছিলেন ১৭ বছর বয়সী রানি। এআর/১৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iOsU34
August 17, 2020 at 01:40PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন