শিরোপা ছিনিয়ে নিয়েছে জার্মানরা। এ ব্যথা যেন শরীরে ছড়িয়ে পড়েছে সাপের বিষের মতো। খেলা শুরুর আগেই প্যারিসে প্রিয় ক্লাবের স্টেডিয়ামের সামনে শিরোপা জেতার স্বপ্ন নিয়ে জড়ো হতে শুরু করে হাজার হাজার পিএসজি ফ্যান। লিসবনে মাঠে না থাকার আক্ষেপ যেন এভাবেই মেটাতে চেয়েছিলেন তারা। ভিড় এতো বেশি যে নিয়োগ করা হয়েছিল প্রায় ৩০০০ পুলিশ। যেমন শঙ্কা, তেমন কাজ। হেরে বসে গেল শহরের ছেলেরা। আর নিজেদের ভারাক্রান্ত মনকে সামলাতে পারলো না সমর্থকগোষ্ঠী। শুরু হয়ে যায় দাঙ্গা। যেখানে পুলিশকে বাধ্য হয়ে করতে হয় লাঠি চার্জ। আরও পড়ুন: সাড়ে ১২ হাজার কোটি টাকার পিএসজির ব্যর্থ প্রজেক্ট এ সময় রাস্তায় মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে নিজেদের জ্বালা মেটানোর চেষ্টা করে নেইমার-এমবাপ্পেদের সমর্থকরা। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে পিএসজি। সমর্থকদের প্রত্যাশা ছিলো নেইমার -এমবাপ্পের হাত ধরেই প্রথম শিরোপা ঘরে তুলবে ক্লাব। তবে বায়ার্নের সঙ্গে ১-০ গোলের হারের হতাশা জেঁকে ধরে প্যারিসিয়ান সমর্থকদের। মাঠে নেইমারদের কাঁদিয়ে ক্ষ্যান্ত হোন জার্মান পরাশক্তি। হারের জ্বালা মেটাতে এ সময় পিএসজি সমর্থকরা প্যারিসের রাস্তায় ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়, টিয়ার গ্যাস ছুঁড়ে ও লাঠিচার্জ করে। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ২৪ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3j8XDrH
August 24, 2020 at 08:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন