কলকাতা, ৩০ আগস্ট- বাংলার মাটিতে বসেও রেডিওতে চলছে একের পর এক হিন্দি গান, সঞ্চালনাতেও নেই বাংলার ছাপ। সুযোগ পেলে এক বা বড়জোর তিনবার সারাদিনে চলছে সেখানে বাংলা গান, এই অভিযোগ নিয়েই প্রতিবাদে রাস্তায় নামলো বাংলাপক্ষ। বহুদিন ধরেই বাংলার মাটিতে চলে আসছে ফিভার ও রেডিও ওয়ান নামক দুটি জনপ্রিয় রেডিও চ্যানেল। কিন্তু অভিযোগ বাংলার মাটিতে ব্যবসা করেও চলছে না সেখানে বাংলা সঞ্চালনা বা বাংলা গান। তার প্রতিবাদের বাংলাপক্ষ ঘেরাও করেছিল নিউটাউন ডি এল এফে ফিভার ও রেডিও ওয়ানের অফিসে। প্রথমে তাঁদের অফিসে ঢুকতে বাধা দিলেও পরে ঢোকার অনুমতি পায় বাংলাপক্ষ। বাংলার মাটিতে ব্যবসা চালানোর দরুন প্রতিদিন একটি নিয়মিত সময় ধরে রাখতে হবে একটি নির্দিষ্ট বাংলা অনুষ্ঠান এবং সেখানে চলবে বাংলা সঞ্চালনাও এই দাবিতেই একটি আবেদনপত্র জমা দিতে যান তাঁরা। প্রথমে সেই পত্র জমা নিতে না চাইলে নিউটাউনের রাস্তায় শুরু হয় বাংলাপক্ষের বিক্ষোভ। ঘটনাস্থলে নিউটাউন পুলিশ পৌঁছালে আবেদনপত্র জমা নিতে রাজি হয় ফিভার ও ৯৮.৩ রেডিও ওয়ান চ্যানেল। আরও পড়ুন- ফের ভাঙন গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগ রাজ্যের অন্তত ৫০০ বিজেপি কর্মীর বাংলা পক্ষের অভিযোগ, এফ এম এ বাংলা ভাষায় চলে না কোনো গান বা সঞ্চালনা শুধু চলে বিরতিপর্ব। অ্যাডভাটাইসমেন্ট থেকে টাকা আসে তাই শুধু চলে বাংলা ভাষার অ্যাড। সেই টাকাও চলে যায় বাইরে। বাঙালী তাদের কাছে শুধুই পণ্য। বাংলার গান বাজালে চাকরি পাবে সেই বাংলার ছেলে-মেয়েরাই। বহিরাগতরা এখানে এসে পয়সা উপার্জন করে যাচ্ছে। সরকার চু্প বলে অভিযোগ করেন বাংলাপক্ষর হাওড়ার জেলা সম্পাদক। জয় বাংলা স্লোগানে বাংলা ভাষার ন্যায় চেয়ে তাঁদের আজ যে প্রতিবাদ সেই প্রতিবাদে তাঁদের সম্মতি জানিয়েছেন গায়ক রুপঙ্কর বাগচী থেকে রুপম ইসলাম বলে জানান তাঁরা। বাংলা পক্ষ জানাচ্ছে , বাংলার বুকে দিন দিন বাড়ছে হিন্দি আধিপত্য। বাংলা রেডিও চ্যানেলগুলোতে বাজছে না বাংলা গান। বাংলা ভাষাকে ক্রমশ কোণঠাসা করে দেওয়া যাচ্ছে। তারপরও নিরব অনেক বাঙালি। কেউ কেউ মুখ খুলতে ভয় পান। কেউ কেউ হিন্দি আগ্রাসনকে মেনেও নেন৷ কেউ কেউ মুখ খুললে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তার নামে থানাতে এফআইআর পর্যন্ত করা হয়৷ তাঁদের দাবি, বাঙালির সংস্কৃতি আভিজাত্যপূর্ণ। এই সংস্কৃতি বাঙালিকে আজীবন ধরে রাখতে হবে। বাঙালিকে ভুলে গেলে চলবে না বাঙালি শক্তিশালী জাতি৷ যে জাতি দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশ তাড়ানোর ক্ষমতা রাখে তাদের কাছে তো হিন্দি সাম্রাজ্যবাদ তো তুচ্ছ ব্যাপার, তবে বাঙালি যদি রুখে না দাঁড়ায় তাহলে ঐ তুচ্ছ ব্যাপার বহুলাংশে কঠিনতর হয় পড়বে। রেডিওতে বাংলা গান না চালানোর বিরুদ্ধে বহুদিন ধরে লড়াই করছে বাংলা পক্ষ। সূত্র: কলকাতা২৪ এমএ/ ৩০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YMyTNY
August 30, 2020 at 02:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top