মুম্বাই, ৩১ আগস্ট- সড়ক ছবির সিকুয়েল সড়ক ২-এর হাত ধরে ২১ বছর পর পরিচালনায় ফিরেছেন মহেশ ভাট। আলিয়া ও পূজা ভাট অভিনীত দর্শক-সমালোচক সবার কাছ থেকেই একের পর এক বাজে রেটিং পেয়ে রীতিমতো ইতিহাসের সবচেয়ে খারাপ সিনেমা রেকর্ড গড়েছে সিনেমাটি। গতকাল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। ছবি মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে টপ ট্রেন্ড থাকলেও, দর্শকদের মন জয় করতে পারেনি এই সিকুয়েলটি। আইএমবিডি-র তালিকায় রেটিং একেবারে তলানিতে। ১০-এর মধ্যে মাত্র ১.২ পেয়েছে ছবিটি। অথচ এখানেই সুশান্ত সিং রাজপুতের সবশেষ সিনেমা দিল বেচারা গড়েছিল বিশ্বরেকর্ড। অনন্য নজির গড়ে সিনেমাটি আইএমডিবির রেটিং পেয়েছিল ১০/১০। আরও পড়ুন :সুশান্ত হত্যা: রিয়া-সৌভিকের জবাবে সন্তুষ্ট নয় সিবিআই গত ১২ অগস্ট ছবিটির ট্রেলার মুক্তি পায়। সেটিও বিশ্বের সবচেয়ে অপছন্দের ভিডিও তালিকায় তৃতীয় স্থানে জায়গা পায়। ছবি মুক্তির আগেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের গাওয়া তুম সে হি পোস্ট করেন আলিয়া। কিন্তু সেই গানটিও দর্শকদের রোষানলে থেকে বাদ পড়েনি। ৩২ হাজারের বেশি ডিসলাইক পায় গানটি। লাইকের সংখ্যা ছিল মাত্র ১৭ হাজার। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই ভাট পরিবারের একাধিক সদস্যকে ট্রলড হতে হয়েছে। এমনকী পূজা, আলিয়াকে খুন-ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই হুমকি পাওয়ার পর নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করে দেন পূজা। সূত্র: সমকাল এমএ/ ৩১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bnnz0d
August 31, 2020 at 08:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top