মুম্বাই, ২৮ আগস্ট - ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত আশুতোষ কলেজে ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান লাভের পর এবার আরেকটি কলেজের মেধা তালিকায় নাম উঠেছে বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ণ তারকা সানি লিওনের। তবে এবার ভর্তি পরীক্ষায় নয়, অনার্সে বাংলা বিভাগের প্রথম বর্ষে মেধা তালিকায় নাম উঠেছে তার। ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার বজবজ কলেজের ওয়েবসাইটে কলেজটির ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে দেখা যায়, অনার্সে বাংলা বিভাগের প্রথম বর্ষের মেধা তালিকায় ১৮৩ নম্বরে রয়েছে সানি লিওনের নাম। কলেজটিতে তার ফর্ম নম্বর-২০২০৫৬১২৫৩৯। আরও পড়ুন: মহেশ ভাটের সঙ্গে কিসের সম্পর্ক? সাক্ষাৎকারে খুল্লমখুল্লা রিয়া চক্রবর্তী বিষয়টি সামনে আসতেই কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, এটা কী নিছকই অনিচ্ছাকৃত ভুল? নাকি কেউ ইচ্ছাকৃতভাবে তালিকায় সানি লিওন নাম ঢুকিয়ে দিয়েছেন? এত বড় একটা ঘটনা কলেজ কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল কীভাবে, সেটি নিয়েও প্রশ্ন ওঠে। সমালোচনা শুরু হওয়ার পর বজবজ কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা থেকে সানি লিওনের নাম সরিয়ে নিয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ এখনো এ ঘটনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, আশুতোষ কলেজের ইংরেজি অনার্সের মেধা তালিকায় নাম থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পৌঁছে যায় সানির কাছে। বিষয়টি হালকাভাবেই নিয়েছেন তিনি। মজা করে সানি টুইটারে লেখেন, পরের সেমিস্টারে দেখা হচ্ছে তাহলে। আশা করছি, আমার ক্লাসেই থাকবে তোমরা। এন এইচ, ২৮ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hEWBmL
August 28, 2020 at 05:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন