তীব্র ভালোবাসাই শুধু নয়। লিওনেল মেসিকে ধরে রাখতে চাওয়ার পেছনে বার্সেলোনা কর্তৃপক্ষের আর্থিক উদ্দেশ্যটাও পরিষ্কার। বার্সেলোনার সমার্থক হয়ে ওঠা আর্জেন্টাইন তারকা চাইছেন ফ্রি-ট্রান্সফার। তিনি জানেন, তার রিলিজ ক্লজের জন্য ৭০ কোটি ইউরো খরচ করা কোনও ক্লাবের পক্ষেই এখন সম্ভব নয়। কিন্তু বার্সেলোনা এই মহাতারকাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে একটা কানাকড়িও পাবে না তা তো হয় না! তাই চাইছে চুক্তির গ্যাড়াকলে ফেলে তাকে আটকাতেই হবে। আবার স্পেনের রাজস্ব বিভাগও খুব করে চায় মেসি স্পেনেই থাকুন। না হলে যে অনেক রাজস্ব কমে যাবে! দৈনিক মার্কা বলছে মেসির বেতন ও তার নানা স্পনসর চুক্তি থেকে যে কর পায় স্পেন সরকার সেটি বছরে প্রায় ৫০ মিলিয়ন ইউরো বা পাঁচ কোটি ইউরোর মতো। বার্সেলোনায় মেসির স্ট্রাইকিং পার্টনার লুইস সুয়ারেজকে আগেই না করে দিয়েছেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। সুয়ারেজকেও যেতে হবে। উরুগুইয়ান স্ট্রাইকারের কাছ থেকে বছরে প্রায় ১৫ মিলিয়ন ইউরো বা ১.৫ কোটি ইউরো কর পায় স্পেনের রাজস্ব বিভাগ। সুতরাং সুয়ারেজের যাওয়াটাও হবে একটা ক্ষতি। রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদো চলে গেছেন ইতালির জুভেন্টাসে। রোনালদোর বিদায়ে দুই বছর আগেই একটা ধাক্কা খেতে হয়েছে। কারণ তার কাছ থেকে বছরে কর আদায় হতো প্রায় ৪০ মিলিয়ন বা চার কোটি ইউরোর মতো। অর্থাৎ স্পেন সরকারকে মিলিতভাবে দেওয়া মেসি ও রোনালদোর কর প্রায় ৯০ মিলিয়ন বা নয় কোটি ইউরো! আরও পড়ুন-বার্সা ছাড়লে মেসির ওপর আসতে পারে ফিফা নিষেধাজ্ঞা রোনালদো আগেই গেছেন। এখন মেসি যদি যান স্পেনের জাতীয় রাজস্ব বিভাগকে বড় দীর্ঘশ্বাসই ফেলতে হবে। এমএ/ ২৮ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2G9kVzD
August 28, 2020 at 11:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন