ঢাকা, ১৭ আগস্ট-জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক এর আগে শাবনূরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন। হয়েছিলেন সফল। নায়িকা মাহিকে সঙ্গে নিয়েও কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। এবার অপু বিশ্বাসকে নিয়ে শুরু করছেন তার নতুন ছবি আশীর্বাদ। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রের জন্য গতকাল (১৬ আগস্ট) চুক্তিবদ্ধ হন অপু। ছবিটির যৌথ প্রযোজক জেনিফার ফেরদৌসের উপস্থিতিতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এই সিনেমার কাহিনি ও চিত্রনাট্যের কাজও করেছেন জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। আরও পড়ুন-উঠে এল চাঞ্চল্যকর তথ্য, সুশান্তের সই জাল করে টাকা সরাতেন রিয়া! পরিচালক মানিক বলেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি, সেপ্টেম্বর থেকেই এর শুটিং শুরু করতে পারব। আপাতত ছবির কেন্দ্রীয় চরিত্র অপু বিশ্বাসের সঙ্গে আমাদের চুক্তি হলো। শিগগিরই নায়কসহ অন্যান্য শিল্পীদের পরিচয় করিয়ে দেবো। অভিনয় প্রসঙ্গে নায়িকা অপু বিশ্বাস বলেন, নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, ভেবে অনেক ভালো লাগছে। লকডাউনের সময় আমরা নিরাপদে ছিলাম, ভালো ছিলাম। তবে আবারও কাজে ফিরতে পারবো- সেটা ভাবিনি। দর্শকরা সবসময় যেভাবে আমার পাশে ছিলেন আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না। সূত্র: বাংলা ট্রিবিউন এমএ/ ১৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/347Yuo8
August 17, 2020 at 12:00PM
17 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top