বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের বিশাল ব্যবধানে লজ্জার পর চলছে নানা বিশ্লেষণ। বার্সেলোনার মত দল কিভাবে এমন একটি বড় পরাজয়ের মুখোমুখি হলো? কোথায় কি সম্যা? তৈরি হচ্ছে নানা প্রশ্ন। এ নিয়ে বিশ্লেষণের অন্ত নেই। আবার বিশ্লেষকরা একটা জায়গায় এসে কিন্তু থেমে যাচ্ছে- বার্সায় বড় ধরণের পরিবর্তন প্রয়োজন। বায়ার্নের বিপক্ষে ম্যাচের পরপরই দলের সিনিয়র ফুটবলার জেরার্ড পিকে সরাসরি বলে দিয়েছেন, দলে অনেক পরিবর্তন দরকার। জানিয়েছেন, একটি পরিপক্ক স্কোয়াড প্রয়োজন তাদের। পিকে এভাবে বললেও, অধিকাংশেরই আঙ্গুল কিন্তু উঠেছে খেলোয়াড়দের দিকেই। পিকে নিজের দিকে ইঙ্গিত করেও বলেছেন, যে কেউ দলে অপরিহার্য নয়। প্রয়োজনে নিজেও সরে দাঁড়াবেন বলে জানালেন বার্সার এই সিনিয়র ফুটবলার। শুধু পিকে নিজে নয়, বার্সার মূল সমস্যাই হচ্ছে এখন সিনিয়র ফুটবলাররা। পুরো স্কোয়াডের দিকে তাকালেই মনে হবে যেন এটা একটি বুড়োদের দল। এই গ্রীষ্মে কি এই বুড়ো ভারমুক্ত হতে পারবে বার্সেলোনা? বার্সায় বুড়ো খেলোয়াড় কারা কারা রয়েছেন, সেটাই তুলে ধরেছে মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা। তারা তালিকা দিয়ে পরিচয় করিয়ে দিয়েছে বুড়োদের দল সম্পর্কে। জেরার্ড পিকে বার্সার এই সেন্টারব্যাক নিজেই জানিয়েছেন, তরুণদের সুযোগ দিতে প্রয়োজনে তিনি নিজে সরে দাঁড়াবেন। ১২ বছর ন্যু ক্যাম্পে কাটানোর পর এখনও বার্সার সেরা ডিফেন্ডার তিনি। এই মৌসুমেই খেলেছেন ৪৫টি ম্যাচ। বার্সার সঙ্গে চুক্তি শেষ হওয়ার আরও ২ বছর বাকি ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। তার রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো। জর্দি আলবা বার্সার লেফট ব্যাক। মাঝে-মধ্যে দুর্দান্ত খেলেন। কিন্তু বায়ার্নের বিপক্ষে ছিলেন পুরোপুরি ফ্লপ। ২০১২ সালে ক্যাম্প ন্যুতে আসেন আলবা। এরপর থেকে লেফট ব্যাক হিসেবে প্রথম পছন্দই ছিলেন তিনি। এই মৌসুমেও খেলেছেন ৩৩ ম্যাচ। ৩১ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। তারও রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো। আরও পড়ুন: মেসি না থাকলে বদলে যাবে বার্সেলোনার নাম! সার্জিও বুস্কেটস বার্সার হোল্ডিং মিডফিল্ডার। ২০০৮ সালে পেপ গার্দিওলার সময় থেকেই বার্সার প্রথম একাদশের নিয়মিত সদস্য তিনি। সব সময়ই সেরা অবস্থায় থাকেন এই মিডফিল্ডার। এই বছরও খেলেছেন ৪১টি ম্যাচ। ৩২ বছর বয়সী এই ফুটবলারের রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো। তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। ইভান র্যাকিটিক ক্রোয়েশিয়ান এই ফুটবলারের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে আর মাত্র এক বছর পর। চলতি মৌসুমেই তার বার্সা ছাড়ার বিষয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। ৩২ বছর বয়সী এই ফুটবলারকে বায়ার্নের বিপক্ষে যেন দেখাই যায়নি। যদিও এই মৌসুমে বার্সার হয়ে ৪২টি ম্যাচ খেলেছেন তিনি। বার্সা চেষ্টা করছে, তার জন্য নতুন ক্লাব খুঁজে নিতে। তবে রাকিটিক নিজেই চেষ্টা করছেন তার ভবিষ্যৎ খুঁজে নিতে। আর্তুরো ভিদাল রাকিটিকের মতোই ভিদালের চুক্তির মেয়াদ বাকি আর ১ বছর মাত্র। ৩৩ বছর বয়সী এই ফুটবলার বায়ার্ন থেকে বার্সেলোনায় আসার পর মেসি এবং সুয়ারেজের সঙ্গে মিলে ভালোই খেলে যাচ্ছিলেন। চলতি মৌসুমেও বার্সার হয়ে মোট ৪৩টি ম্যাচ খেলেছেন তিনি। যদিও বার্সা চায় ভিদালকে বিক্রি করে তাদের অ্যাকাউন্ট কিছুটা হলেও সমৃদ্ধ করতে। লুইস সুয়ারেজ ৩৩ বছর বয়স উরুগুইয়ান এই স্ট্রাইকারের। বার্সার মূল স্ট্রাইকারই কিন্তু সুয়ারেজ। কিন্তু সম্প্রতি তার ইনজুরি প্রবণতা এত বেশি বেড়েছে যে, যা তার পারফরম্যান্সে খুব প্রভাব ফেলেছে। ইউরোপিয়ান ফুটবলে তার হতাশাজনক পারফরম্যান্স কিন্তু সুয়ারেজকে এখন আর অপরিহার্য করে তুলছে না বার্সায়। উরুগুয়ের এই ফুটবলারের সঙ্গে বার্সার চুক্তি শেষ হবে আগামী বছর। তবে, পরের বছর যদি বার্সার হয়ে ৬০ ভাগ ম্যাচ খেলেন তিনি, তাহলে অটোমেটিক্যালি আরও এক বছর চুক্তির মেয়াদ বেড়ে যাবে। লিওনেল মেসি আর্জেন্টাইন এই সুপার স্টার এই মৌসুমেও নিঃসন্দেহে বার্সার সেরা পারফরমার। বিশ্বসেরা এই ফুটবলারও কিন্তু এখন আর বার্সায় নিশ্চিত নন। গুঞ্জন রয়েছে তার ক্লাব ছেড়ে যাওয়ার। আবার জেরার্ড পিকের বক্তব্য অনুসারে মেসিও কিন্তু এখন আর বার্সায় অপরিহার্য নয়। মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমে। তার রিলিজ ক্লজ হচ্ছে ৭০০ মিলিয়ন ইউরো। কিন্তু বার্সা সমর্থকরা চিন্তাও করতে পারে না যে, মেসি ন্যু ক্যাম্প ছেড়ে যাবে। যদিও এটা খুব তাড়াতাড়ি কিংবা বিলম্বে ঘটার সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে বার্সার হয়ে ৪৪ ম্যাচে ৩১ গোল করেছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34cgHky
August 18, 2020 at 03:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top