কলকাতা, ১৩ আগস্ট - পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার দুই জনে। এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৯৩১ জন। ফলে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ চার হাজার ৩২৬ জনে। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হার। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়, পশ্চিমবঙ্গে করোনা থেকে সুস্থতার হার ৭২.৯৬ শতাংশ। রাজ্য সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত এক লাখ চার হাজার ৩২৬ জনের মধ্যে এখন পর্যন্ত ৭৬ হাজার ১২০ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৭২৫ জন। আরও পড়ুন: করোনায় সম্মুখযোদ্ধা কেউ মারা গেলে পরিবারের সদস্যের চাকরি : রাজ্য সরকার এদিকে পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মারা গেছেন কলকাতায়। কলকাতায় এখন পর্যন্ত ৯৯৯ জন প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এই শহরে মারা গেছেন ১৯ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় ৫১২ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন সেখানে, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ১৩ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং জলপাইগুড়িতেও তিনজন করে মারা গেছেন। দুইজন করে মারা গেছেন ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায়। আলিপুরদুয়ার, দার্জিলিং, পুরুলিয়ায় একজন করে প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় কলকাতাতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮০ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে ৫৮৯ জন করোনায় আক্রান্ত হন। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে এ দিন যথাক্রমে ২৫৫, ২৭২ এবং ১১৩ জন নতুন করে সংক্রমিত হন। এন এইচ, ১৩ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XWj8nA
August 13, 2020 at 06:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top