চলতি বছরের জানুয়ারিতে তিনি অবসর ঘোষণা করেন। কিন্তু শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি লিগে খেলতে চাইছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের ৭০ জন বিদেশি ক্রিকেটারের তালিলায় সেখানে নাম রয়েছে ভারতের এই সাবেক অলরাউন্ডারের। আগামী, ২৮ অগাস্ট থেকে পাঁচটি দল নিয়ে শুরু হওয়ার কথা লঙ্কা প্রিমিয়ার লিগ। সূত্রের খবর, বিসিসিআই ইরফান পাঠানকে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দিয়ে দিয়েছে। নিকট অতীতে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় স্বপ্নভঙ্গ সম্ভবত ইরফান পাঠান। টেস্ট ক্রিকেটে নিজের তৃতীয় বলেই ম্যাথু হেইডেনকে আউট করে শুরু করেছিলেন। এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছিলেন। ২৯ টেস্ট শেষে তাঁর উইকেটসংখ্যা ঠিক ১০০। ব্যাট হাতেও আলো ছড়াতে শুরু করেছিলেন। সেটাই হয়তো কাল হয়েছিল, ব্যাটে-বলে দলের মূল ভরসা হয়ে ওঠার চাপ সামলাতে পারেননি ইরফান। ১২০টি ওয়ানডেতে হাজার দেড়েক রান আর ১৭৩টি উইকেট, এসবই যেন ভীষণ সম্ভাবনাময় একটি ক্যারিয়ারের অপমৃত্যু। আরও পড়ুনঃ পাকিস্তানের একাদশ কীভাবে চূড়ান্ত হবে তা নিয়ে ক্ষোভ শোয়েবের ভারতের জার্সি গায়ে ইরফানকে দেখা গিয়েছিল ২০১২ সালের বিশ্ব টি-টোয়েন্টির ম্যাচে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এআর/০২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3foKUia
August 02, 2020 at 06:31AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন