রিয়াদ, ২৪ আগস্ট - সৌদি আরবের আল লেছব শহরের সাগরে ফিশিং ট্রলার ডুবিতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- উপজেলার ছত্তিশ গ্রামের ইরফান আলীর ছেলে মোহাম্মদ অসিম ও উসমান আহমদ। তাদের মধ্যে উসমানের লাশ সৌদি আরবের নৌপুলিশ উদ্ধার করলেও অসিমের লাশ নিখোঁজ রয়েছে। দুই সহোদরের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সৌদি আরব সময় ভোর ৫টায় সৌদি আরবের গম্বুজ শহরের নিজ বাসা থেকে মাছ ধরতে ট্রলার নিয়ে সাগরে যান অসিম ও উসমান। ওইদিন বিকালে অন্যান্য ট্রলারের লোকজন বাসায় ফিরে এলে অসিম ও উসমান ফিরে আসেনি। আরও পড়ুন: সৌদিতে করোনায় ৭২৩ বাংলাদেশির মৃত্যু তাদের বড়ভাই জসিম মিয়া সাগরের তীরে গিয়ে তাদের খুঁজতে থাকেন। কোনো খোঁজখবর না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি। শনিবার সৌদি আরব সময় সকালে সাগর থেকে উসমানের লাশ উদ্ধার করে নৌপুলিশ। এন এইচ, ২৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31nG0yo
August 24, 2020 at 04:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top