ঢাকা, ২২ আগস্ট- মাশরাফির পেশা নয়। তার মতে, রাজনীতি কখনো পেশা হতে পারে না। রাজনীতি মানুষের সেবার জন্য, উপকারের জন্য। মাশরাফির পেশা খেলা, রাজনীতিকে নিয়েছেন নেশা হিসেবে। মাশরাফির মতে , পেশা দিয়ে মানুষ আয় করে কিন্তু রাজনীতি করতে হবে মানুষের উপকারের জন্যে। তাই সেটা পেশা হতে পারে না। রাজনীতি দিয়ে উপার্জনের কোনো চিন্তাও নেই মাশরাফির। নিজ জেলা নড়াইল-২ আসনে এক সভায় মাশরাফি জানান, ভালোবাসার কাছে বিক্রি হতে পারি, কিন্তু টাকার কাছে কখনও বিক্রি হবো না তিনি। এমনকি জনগণের পিছনে যে টাকা খরচ করছেন সেটা মাশরাফির উপার্জন থেকেই করছেন। মাশরাফির ভাষায়, জনগণের পেছনে যে টাকা খরচ করেছি তা আমার ব্যক্তিগত উপার্জনের টাকা। কারো কাছ থেকে চারআনা পয়সা নিইনি। ভালোবাসার কাছে আমি বিক্রি হতে পারি কিন্তু টাকার কাছে কোন দিন বিক্রি হবো না। এই চেয়ারের প্রতি আমার কোন লোভ নেই। আমি আমার দেশকে ভালোবাসি। মানুষের সেবা করতে চাই। রাজনীতি আমার পেশা না নেশা এখন। এমএ/ ১০:০০/ ২২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3glwDn9
August 22, 2020 at 05:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন