নতুন মৌসুমে বড়সড় রদবদলের দিকে হাঁটছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ক্লাবটির সভাপতি জোসেফ বার্তোমেউ জানিয়েছেন, নতুন মৌসুমের জন্য মাত্র পুরোনো দলের মেসিসহ মাত্র সাতজনকে রেখে বাকিদের ছেড়ে দিতে চান তিনি। আর সে তালিকায় নেই লুইস সুয়ারেজের নাম। ফলে ক্লাব ছাড়ার সংশয় রয়েছে এই উরুগুইয়ানের। তবে সুয়ারেজ জানিয়েছেন, ক্লাব ছাড়তে রাজি নন তিনি। প্রয়োজনে সামনের মৌসুম কাতালান ক্লাবের বেঞ্চে বসে কাটিয়ে দিতে রাজি তিনি। স্প্যানিশ পত্রিকা এল পাইসের সঙ্গে সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন সুয়ারেজ। তার ভাষ্যে, সভাপতি কিছু নাম বলেছেন, সেগুলো নিয়ে কথা হচ্ছে। এছাড়া ক্লাবে কিছু পরিবর্তনেরও কথা হচ্ছে। তবে আমাকে ক্লাব ছাড়ার কথা এখনো কেউ বলেনি। আরও পড়ুন- আইপিএলের শুরু থেকে মালিঙ্গাকে পাচ্ছে না মুম্বাই ক্লাবে থাকতে চান জানিয়ে সুয়ারেজ আরও যোগ করেন, যদি আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে দায়িত্বশীল ব্যক্তিরা সেটা আমাকে জানিয়ে দিলে ভালো হবে। এভাবে নাম প্রকাশ না করে ওইভাবে কাজটা করলে ভালো হয়। তবে আমি দলের ভালো চাই এবং আমি ক্লাবেই থাকতে চাই। বার্সেলোনার এই স্ট্রাইকার আরও জানান, প্রয়োজনে বেঞ্চে বসে কাটাবেন সামনের মৌসুম। তার ভাষ্যে, আমার ক্যারিয়ারের বিভিন্ন সময়ে বেঞ্চে বসে থাকার বিষয়টিকে মেনে নিয়েছি। আমি মনে করি, আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। তবে আগামী মৌসুমে বেঞ্চে বসে থাকতে হলেও আমার কোনো সমস্যা নেই। সূত্র: বাংলাদেশ প্রতিদিন এমএ/ ২৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CQnxRs
August 23, 2020 at 07:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন