মুম্বাই, ৩০ আগস্ট- টানা ৩ দিন জিজ্ঞাসাবাদের পরও নাকি রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর বয়ানে সিবিআইয়ের গোয়েন্দারা সন্তুষ্ট নন। সূত্রের খবর, সত্যি-মিথ্যে জানতে এবার দুজনের পলিগ্রাফ টেস্ট করার কথা ভাবছেন গোয়েন্দারা। সুশান্ত মামলায় আরও এক-দুদিন রিয়া ও সৌভিককে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। তারপরই নাকি পলিগ্রাফের সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার রিয়া, সৌভিকের পাশাপাশি সুশান্তের বন্ধু তথা ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি, রিয়ার সহযোগী স্যামুয়েল মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। সুশান্তের দিদি মীতু সিংকেও গেস্ট হাউসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার ফের রিয়া ও সৌভিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার সম্ভাবনা প্রবল। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে, জিজ্ঞাসাবাদের সময় নাকি সহযোগিতা না করার জন্য রিয়াকে থাপ্পড় মারেন সিবিআই আধিকারিক। এরই মধ্যে সুশান্ত মামলায় তথ্য উঠে এসেছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে অয়েল, গাঁজা, হ্যাশ, মারিজুয়ানার মতো মাদকের নাম উঠে এসেছে। মনে করা হচ্ছে, মাদক গুলি -এর মাধ্যমেই আনানো হত। ডার্কনেটের মাধ্যমে ভুয়ো আইডি তৈরি করে অপরাধ জগতের বিভিন্ন সরঞ্জাম আনানো যেতে পারে। এই ডার্কনেটের মাধ্যমেই বহু অবৈধ ব্যবসাও চলে। তেমন কিছু সুশান্ত মামলায় হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন এনসিবির আধিকারিকরা। উল্লেখ্য, এর আগেই শোনা গিয়েছিল, দিশার মৃত্যুর দিন সুশান্তের উপস্থিতিতে ৮টি হার্ড ডিস্ক নষ্ট করা হয়েছিল। সিদ্ধার্থ পিঠানি নাকি দাবি করেছেন, সুশান্তের নির্দেশেই হার্ড ডিস্কগুলি নষ্ট করা হয়েছিল। তাতে কী এমন ছিল, সেই তথ্যও জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন-সুশান্তের চায়ে নিষিদ্ধ মাদক মেশাতেন রিয়া! ঘটনায় গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যের নাম উঠে এসেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের পক্ষ থেকে গৌরবকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই ডেকে পাঠানো হয়েছে। মুম্বইয়ের জন্য রওনাও দিয়েছেন গৌরব। তার আগে জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুতকে তিনি চিনতেন না। রিয়ার সঙ্গে পরিচয় আছে। ২০১৭ সাল থেকে রিয়াকে চেনেন গৌরব। সোমবার গৌরবকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। সূত্র: সংবাদ প্রতিদিন এমএ/ ৩০ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QA5PF6
August 30, 2020 at 06:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন