ঢাকা, ২০ আগস্ট- মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণে বৈশ্বিক চলচ্চিত্র দুনিয়ার ওপর যে প্রভাব পড়েছে তা থেকে বাদ যায়নি ঢাকাই চলচ্চিত্রও। অনেক তারকার হাতে থাকা ছবির কাজ থেমে আছে। কারো কারো বা অভিষেকেই পড়েছে বাধা। ঢাকাই ছবির অভিনেত্রী মাহিয়া মাহিরও বেশকিছু ছবির কাজ আটকে আছে এ মহামারীকালে। স্বপ্নবাজী, প্রেমের বাঁধন, আনন্দ অশ্রু ছাড়াও বেশকিছু পুরনো ছবির কাজ বন্ধ রয়েছে। আবার এর মাঝেই সম্প্রতি মাহি দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। মাহি ভক্তদের জন্য এ যেন বিরাট সুখবর। সব মিলিয়ে সামনের দিনগুলোতে তার জন্য অপেক্ষা করছে দারুণ ব্যস্ততা। এসব নিয়েই সম্প্রতি কথা বলেছেন মাহিয়া মাহি। টিভি নাটকের শুটিং শুরু হলেও চলচ্চিত্রের শুটিং এখনো শুরু হয়নি। তবে অনেকেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। করোনার সময়টা কীভাবে কাটালেন এতদিন জানতে চাইলে মাহি বলেন, কাজের ব্যস্ততার কারণে নিজের পরিবারকে সময় দেয়া হয় না, এবার সময় দিতে পেরেছি। শ্বশুরবাড়ির মানুষের কাছেও থাকতে পেরেছি, এটা একটা বড় প্রাপ্তি ছিল। এছাড়া নিজের ব্যবসা প্রতিষ্ঠান ভারা-তেও সময় দিয়েছেন বলে জানালেন। কথায় কথায় এ অভিনেত্রী জানালেন, নিজে অভিনয় করলেও চলচ্চিত্র দেখার অভ্যাস তার ছিল না। কিন্তু এবারের করোনার বিরতিতে এ অভ্যাসটা হয়েছে। প্রচুর ছবি দেখেছেন তিনি, যার ইতিবাচক প্রভাব আগামীতে তার অভিনয়েও পড়বে বলে আশাবাদী মাহি। ঈদুল আজহায় মাহিয়া মাহি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। অনলাইন প্লাটফরমে মুক্তি পাওয়া স্বল্পদৈর্ঘ্যটির নাম অক্সিজেন। অক্সিজেনের সাড়া নিয়ে একটু বেশিই খুশি মাহি। তিনি নিজেই বললেন, অক্সিজেনে কাজ করে খুব ভালো সাড়া পেয়েছি। সবাই কাজটা পছন্দ করেছেন, অভিনয়ের প্রশংসা করেছেন, এমনকি আমার নিন্দুকেরাও খারাপ বলেননি। কয়েক বছর ধরে নায়িকাপ্রধান ছবিতে দেখা যাচ্ছিল মাহিকে। এক্ষেত্রে অগ্নি, অগ্নি-২ ছবিগুলোর কথা বলা যায়। এর মধ্যে ঢাকা অ্যাটাক ছবিতেও তাকে দেখা গেছে ভিন্ন লুকেই। করোনার দীর্ঘ বিরতির পর তার ফিরে আসাটাও যেন আড়ম্বরপূর্ণ হতে যাচ্ছে। সম্প্রতি তিনি অনন্য মামুনের নবাব এলএলবি ও মুস্তাফিজুর রহমান মানিকের আশীর্বাদ চলচ্চিত্র দুটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অনন্য মামুন পরিচালিত নবাব এলএলবি চলচ্চিত্রের শুটিং আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে মাহি জানান। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। প্রায় এক দশকের ক্যারিয়ারে শাকিবের সঙ্গে এটি মাহির দ্বিতীয় চলচ্চিত্র। আরও পড়ুন- মিশা আমার বন্ধু, কিন্তু প্রচণ্ড মিথ্যা কথা বলে: ওমর সানী শাকিব খানের সঙ্গে এত কম কাজের কারণ প্রসঙ্গে মাহি বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় আনন্দের বিষয়। কিন্তু ব্যাটে-বলে মেলেনি বলেই কাজ করা হয়নি। শাকিব ভাই তার মতো করে কাজ করেছেন। এদিকে আমিও একটু আমার মতো করে কিছু চরিত্রে কাজ করেছি। সব মিলিয়েই হয়নি। চলচ্চিত্র অন্তঃপ্রাণ এ অভিনেত্রীর নিজের অভিনয় বা ক্যারিয়ার নিয়ে নেই কোনো আফসোস। শুধু চলচ্চিত্রজগতের ভাটার টান তাকে কষ্ট দেয়। প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখার যে হিড়িক ছিল, হাজার মানুষের ভিড়, টিকিটের জন্য হাহাকারের সময়টা চলচ্চিত্র অঙ্গন যদি আবার ফিরে পেত সে ভাবনাই তার মনে আফসোস জাগায়। নিজের হাতে টাইম মেশিন থাকলে ফিরিয়ে আনতেন সেই সময়টা। বড় পর্দার প্রতি যার এত আগ্রহ সেই তিনিই অভিনয় করতে যাচ্ছেন অনলাইন প্লাটফর্ম আই-থিয়েটার-এর জন্য তৈরি হতে যাওয়া চলচ্চিত্র নবাব এলএলবি-তে। এটি হতে যাচ্ছে অনলাইন প্লাটফর্মের জন্য বানানো দেশের প্রথম চলচ্চিত্র। এ বিষয়ে মাহি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আসলে আমার অতটা ভালো লাগে না। প্রেক্ষাগৃহ ভর্তি দর্শক থাকবে, সবাই হইচই করবে, তালি দেবে, বাইরে হাউজফুল লেখা থাকবে...এসব একজন শিল্পীর আনন্দ, এসব মিলেই আসলে চলচ্চিত্র। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। ভিন্ন মাধ্যমে কাজ করছি। আমি মনে করি চলচ্চিত্র মানেই বড় পর্দা। সূত্র: বণিক বার্তা এমএ/ ৩০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34KHhS4
August 30, 2020 at 12:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top