লন্ডন, ২৯ আগস্ট - ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেছে। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় দিবাগত রাতে টস হেরে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে। ১৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান তোলার পর বৃষ্টি এসে হানা দেয়। এরপর আর খেলা শুরু করা যায়নি। স্থানীয় সময় রাত ৯টার সময় ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। রোববার একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। বৃষ্টির আগে ইংল্যান্ডের হয়ে ঝলক দেখিয়েছেন টম ব্যান্টন। তিনি ৪১ বল খেলে চার চার ও পাঁচ ছক্কায় ৭১ রান করেন। এর মধ্য দিয়ে ২১ বছর বয়সী এই ওপেনার সবচেয়ে কম বয়সী ইংলিশ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান। আরও পড়ুন: আইপিএলেকরোনার থাবা, চেন্নাইর ১৩ জন আক্রান্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে ২ চারে ২৩ রান করেন দাওয়িদ মালান। ১০ বলে ১ চার ও ১ ছক্কায় ১৪ রান করেন এইয়ান মরগান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। অবশ্য ১০৯ রান থেকে ১২৩ রান পর্যন্ত যেতে মাত্র ১৪ রানের ব্যবধানে চারটি উইকেট হারায় ইংলিশরা। তার আগে দলীয় ৩ রানে প্রথম ও ৭৪ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। বল হাতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও শাদাব খান ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন ইফতিখার আহমেদ। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ২৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3berb4w
August 29, 2020 at 04:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top